দিল্লি, ১২ ডিসেম্বর: রাহুল গান্ধী (Rahul Gandhi0 মাউন্টব্যাটনের ইতিহাস জানেন। রাহুল গান্ধী মাউন্টব্যাটনের ইতিহাস জানেন কিন্তু অমিত শাহ যা বলেন, তা ভারতের কথা। ভারতের ইতিহাসের কথা বলেন অমিত শাহ। এবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধীকে কটাক্ষ করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রসঙ্গ তোলেন গিরিরাজ সিং (Giriraj Singh)। গিরিরাজ বলেন, জওহরলাল নেহেরু যে শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (POK) দিয়ে দিয়েছেন তা নয়, কাশ্মীর (Kashmir) সমস্যা তৈরি করেছেন তা নয়, চিনকেও (China) ছেড়েছেন বহু অংশ। নেহেরু যে সমস্যা তৈরি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তার সমাধান করতে একমাত্র পারেন বলে মন্তব্য করেন বিজেপির গিরিরাজ।
শুনুন কী বললেন গিরিরাজ...
#WATCH | Union Minister Giriraj Singh on Congress MP Rahul Gandhi’s history jibe at HM Amit Shah, “Seems like Rahul Gandhi has studied history written by Mountbatten, because Amit Shah speaks only about India’s history.” pic.twitter.com/DsxhONiXX2
— ANI (@ANI) December 12, 2023
আরও পড়ুন: Rahul Gandhi On Amit Sah Statement : জহরলাল নেহেরুকে নিয়ে অমিত শাহের মন্তব্যের পাল্টা রাহুল গান্ধী
প্রসঙ্গত পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইস্যুতে অমিত শাহ যেভাবে নেহেরুর প্রসঙ্গ তোলেন, তার বিরুদ্ধে মুখ খোলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, 'পণ্ডিত নেহেরু দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। এর জন্য বহু বছর জেলেও ছিলেন। এটা মনে হচ্ছে যে অমিত শাহ ইতিহাস জানেন না। এটা শুধুমাত্র একটা বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা, জাতিগত শংসাপত্র নিয়ে সমীক্ষা ও দেশের টাকা কাদের কাছে যাচ্ছে সেই বিষয় থেকে মুখ ফেরানোর জন্য এই মন্তব্য।তারা এই বিষয়ে আলোচনা করতে চায় না। এবং এটা থেকে ভয় পায়।'