Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৯ অগাস্ট: রাহুল গান্ধী সংসদে 'উড়ন্ত চুম্বন' ছুঁড়ে 'অশালীন' আচরণ করেছেন বলে অভিযোগ করা হয় বিজেপি সাংসদদের তরফে। এ বিষয়ে বিজেপি সাংসদ শোভা করন্দলাজে-সহ বিজেপির আরও ২১ জনের স্বাক্ষর সম্বলিত চিঠি অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়েছে বলে খবর। সংসদে রাহুল গান্ধীর 'অশালীন' ব্যবহারের জন্য যাতে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দাবি জানান শোভা করন্দলাজেরা। রাহুল গান্ধী উড়ন্ত চুম্বন ছুঁড়ে সংসদের মহিলা সদস্য স্মৃতি ইরানিকে অপমান করেছেন বলে অভিযোগ শোভা করন্দলাজের। যদিও এ বিষয়ে এখনও পর্যনেত রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:  Rahul Gandhi Gave Flying Kiss? : সংসদে কি 'উড়ন্ত চুম্বন' ছুঁড়লেন রাহুল গান্ধী? দাবি বিজেপির

সাংসদ পদ ফেরার পর বুধবার প্রথম লোকসবায় হাজির হন রাহুল গান্ধী। সংসদে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে অংশ নেন রাহুল। যেখানে মণিপুর প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী।