Rahul Gandhi

নতুন দিল্লি, ২১ অগাস্ট: আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের নির্বাচন (Congress Internal Election) পর্ব। কংগ্রেসের পরবর্তী প্রধান (Congress President) কে হবেন তা নিয়ে অচলাবস্থা কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফের কংগ্রেস সভাপতি পদে বসার আবেদন রাহুল গান্ধী (Rahul Gandhi) ফিরিয়ে দিয়েছেন বলেই খবর। তাঁকে রাজি করানোর সর্বশেষ চেষ্টাও জলে গিয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে পরাজয়ের পরে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল। সূত্রের খবর, ওই পদ ফের বসার অনিচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ওয়েনাদের সাংসদ। এদিকে, সোনিয়া গান্ধীও (Sonia Gandhi) স্বাস্থ্যের কারণে স্থায়ী সভানেত্রী পদে ফেরার আবেদন খারিজ করে দিয়েছেন। আর সেই কারণে এবার পুরো নজর গিয়ে পড়েছে প্রিয়াঙ্কা গান্ধীর দিকে। ১৩৭ বছর বয়সি এই দলের নেতারা এখনও সর্বোচ্চ পদে বসার জন্য গান্ধী পরিবারের দিকেই তাকিয়ে রয়েছেন।

যদি একান্তই গান্ধী পরিবারের কেউ কংগ্রেস সভাপতি পদে বসতে না চান, তবে ১৯৯৮ সালের পর প্রথমবার গান্ধী পরিবারের বাইরে কেউ দলের শীর্ষপদে বসবেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাহুলের বিষয়ে প্রবীণ কংগ্রেস নেতা ভক্ত চরণ দা বসেন, "হ্যাঁ, রাহুল গান্ধী জানিয়েছেন যে তিনি পদে বসে আগ্রহী নন, তবে আমরা তাঁকে দায়িত্ব নেওয়ার জন্য বারেবারে অনুরোধ করছি। তিনি পদে না বসলে কে বসবেন? সেটা রাহুলকে জানাতে হবে।" আরও পড়ুন: Flash Floods: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তরাখণ্ড, কমপক্ষে ৩১ জনের মৃত্যু

কংগ্রেস পার্টির নেতৃত্বের সঙ্কট বছরের পর বছর ধরে প্রকট হয়ে উঠেছে। পরের পর নির্বাচনে পরাজয় ও হাই প্রোফাইল নেতাদের চলে যাওয়া সমস্যা আরও বাড়িয়েছে। মার্চ মাসে সোনিয়া গান্ধী দলের বিধানসভা নির্বাচনে পরাজয় নিয়ে আলোচনা করার সময় জানিয়ে দেন যে কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করবেন গান্ধী পরিবারের সদস্যরা। তবে তাঁকে নির্বাচন পর্যন্ত থাকতে রাজি করানো হয়েছিল।