ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Joro Nyai Yatra) বেরিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের যুবকদের বেকারত্ব নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি জানান,"দেশের যুবকরা শুধু চাকরি চাই। বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র দেশে বেকারত্বের রোগ ছড়িয়ে দিয়েছেন। এই নতুন রোগ দেশের যুবকদের সংক্রামিত করেছে এবং তাদের ভবিষ্যতকেও ধ্বংস করেছে। "
ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়ে দেওঘরে (Deoghar) এসে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া দেশের পিছিয়ে পড়া মানুষদের ওপর অবিচার করা হচ্ছে বলেও আওয়াজ তোলেন তিনি। এবং এর পাশপাশি দেশ জুড়ে জনগননা করার ক্ষেত্রে জোর দেন রাহুল গান্ধী। কংগ্রেস ক্ষমতায় এলে জনগননা করা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি।
VIDEO | "Country's youth only want employment. BJP and PM Modi have spread the disease of unemployment in the country. This new disease has infected the Indian youth and has destroyed their future," says Congress MP @RahulGandhi, addressing a public gathering in Deoghar during… pic.twitter.com/k2PLLI9jla
— Press Trust of India (@PTI_News) February 3, 2024