নয়াদিল্লি, ১৭ মার্চ: দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস (Coronavirus Outbreak) আক্রান্তের সংখ্যা। বন্ধ স্কুল-কলেজ। অফিস কর্মচারীদেরও কাজ করার পরামর্শ দিচ্ছে একের পর এক কোম্পানি। প্রতিদিনই ব্যপকভাবে ধস নামছে সেনসেক্স-নিফটিতে (Sensex-Nifty)। এহেন পরিস্থিতিতে আসন্ন অর্থনৈতিক পরিস্থিতির জন্য দেশবাসীকে তৈরি থাকার বার্তা দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। বিশ্বজুড়ে করোনার দাপটে চলা বর্তমান পরিস্থিতিকে সুনামির সঙ্গে তুলনা করলেন তিনি।
জাতীয় সংবাদমাধ্যম ANI-তে সাক্ষাৎকার দেওয়ার সময় রাহুল জানিয়েছেন, "বিশ্বে এখন সুনামি চলছে। বিশ্বের মানুষকে এখন প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য নয়। পাশাপাশি বিশ্বের আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সতর্ক থাকতে হবে অবশ্যই। একেবারে তলানিতে গিয়ে ঠেকবে আর্থিক পরিস্থিতি। আমি তাই বারবার বলছি, তৈরি থাকুন সবাই। দেশের সকলকেই এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।" আরও পড়ুন: Third Coronavirus Death Reported In India: করোনার গ্রাসে মুম্বই, ভারতে তৃতীয় জনের মৃত্যু কস্তুরবা হাসপাতালে
#WATCH Congress MP Rahul Gandhi: It is like a tsunami is coming. India should be preparing itself not just for #Coronavirus but for the economic devastation that is coming. I am saying it again & again. Our people are going to go through unimaginable pain in the next 6 months. pic.twitter.com/Pk6cMDVhNr
— ANI (@ANI) March 17, 2020
মঙ্গলবার মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে (Kasturba hospital) মৃত্যু হল বছর ৬৪-র বৃদ্ধের। তাঁর শরীরে মিলেছিল কোভিড-১৯ পজিটিভ। গত কয়েকদিনে দেশে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১২৫। এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩৯। এর মধ্যে তিনজন আবার বিদেশি। এরপরেই রয়েছে কেরালা, সেখানে আক্রান্তের সংখ্যা ২২।