বিমান চাই না কাশ্মীরকে একবার ‘চাক্ষুষ’ করতে চাই, রাজ্যপালের আমন্ত্রণ গ্রহণ করলেন রাহুল গান্ধী
রাহুল গান্ধী ও সত্যপাল মালিক(Photo Credit: PTI)

দিল্লি, ১৩ আগস্ট: ২৪ ঘণ্টা পেরোয়নি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কাশ্মীর প্রশ্নে একহাত নিয়েছেন উপত্যকার রাজ্যপাল সত্যপাল মালিক (Jammu And Kashmir Governor Satya Pal Malik)। তবে সেসব কটাক্ষ হজম করেই কাশ্মীরে আসার ইচ্ছে প্রকাশ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বললেন, বিমান লাগবে না অন্য বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে কাশ্মীরে যেতে চান তিনি। ৩৭০ ধারা (Article 370) রদের পর কেমন আছে কাশ্মীর তা নিজের চোখে দেখতে চান তিনি। গত সপ্তাহেই রাহুল মন্তব্য করেছিলেন, সংবিধানের ৩৭০ ধারা রদের জেরে হিংসার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। রাহুলের ওই মন্তব্যের প্রেক্ষিতে কিছুটা ক্ষিপ্ত হয়েই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক সোমবার রাহুলকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান। রীতিমতো কটাক্ষ করে বলেন, চাইলে বিমান পাঠিয়ে দেবেন রাহুলের জন্য, তবে না দেখেশুনে রাহুল গান্ধী এমন মন্তব্য করতে পারেন না। আরও পড়ুন-“প্লেন পাঠাচ্ছি, রাহুল গান্ধী এসে দেখে যান কাশ্মীর কেমন আছে”, সোনিয়া পুত্রকে ঠুকলেন কাশ্মীরের রাজ্যপাল

সত্যপাল মালিকের সোমবারের কটাক্ষের জবাব মঙ্গলবার টুইট বার্তায় দিলেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘‘আমাদের কোনও বিমানের প্রয়োজন নেই। আমরা যাতে অবাধে আপনার রাজ্যের বিভিন্ন এলাকায় যেতে পারি, কথা বলতে পারি আমজনতার সঙ্গে, আমাদের শুধু সেই স্বাধীনতাটুকুই দিলেই হবে। মূল স্রোতের রাজনীতিক ও সেনাবাহিনী ওখানে রয়েছে।’’

উল্লেখ্য, গত পাঁচ তারিখে ৩৭০ ধারা বিলুপ্তির পর থেকেই কাশ্মীর গোটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখানে ইন্টারনেট, ফোন সবই প্রায় বন্ধ। উপত্যকার বাসিন্দাদের অনকেই বিদেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে থাকেন। তাঁর এরপর থেকে পরিবার পরিজনদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছেন না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কাশ্মীরের পরিস্থিতি নজরে রাখতে সেই থেকেই শ্রীনগরে ঘাঁটি গেড়েছেন। মাঝে একদিন সোপিয়ানের রাস্তায় স্থানীয়দের সঙ্গে তাঁকে বিরিয়ানি খেতেও দেখা গিয়েছে। এই ঘটনায় কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা গুলম নবি আজাদ। তিনি বলেছেন, কাশ্মীর ভাল আচে তাই থার্মোকলের থালায় ডোভালকে বিরিয়ানি খেতে হচ্ছে। টাকায় কত কীই না হয়। এরপরেই ডোভালের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।  কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে সতর্কতা মূলক গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। ইদ উপলক্ষে সামান্য শিথিল থাকলেও ফের নিরাপত্তা বল জোরদার করা হয়েছে। ১৪৪ ধারার চাপে কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত। আগে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে শ্রীনগর বিমানবন্দরের বাইরেই পা রাখতে পারেননি গুলাম নবি আজাদ ও সীতারাম ইয়েচুরি। এই ঘটনার পরেই রাহুলের সন্দেহ হয়। তিনি বলে উপত্যকায় হিংসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে আছি। তারপরেই কটাক্ষ করে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। এবার সেই আমন্ত্রণকেই লুফে নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।