নয়াদিল্লিঃ সম্প্রতি কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বিখ্যাত শিল্পপতি গৌতম আদানি(Gautam Adani) সহ সাত জনের বিরুদ্ধে। আর এই ঘুষকাণ্ডে নাম জড়াতেই গৌতম আদানির গ্রেফতারির দাবি তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল। বৃহস্পতিবার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা বলেন, "মোদী এবং আদানি দু'জনেই দুর্নীতির সঙ্গে যুক্ত। অবিলম্বে আদানিকে জিজ্ঞাসাবাদ করা হোক। আদানিকে গ্রেফতার করানোর ক্ষমতা প্রধানমন্ত্রীরও নেই, কারণ মোদী নিজেই আদানি দ্বারা নিয়ন্ত্রিত।" শুধু তাই নয়, আদানিকে রক্ষা করার অভিযোগ তুলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রধান মাধবী পুরী বুচকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন কংগ্রেস যুবরাজ। আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে সরব হবে কংগ্রেস, সবশেষে এও জানান রাহুল। প্রসঙ্গত,সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।
ঘুষকাণ্ডে নাম জড়াতেই গৌতম আদানির গ্রেফতারির দাবি রাহুল গান্ধীর
"We want Adani to be arrested, but this won't happen": Rahul Gandhi#RahulGandhi #GautamAdani #Congress #ITVideo | @Akshita_N @mausamii2u pic.twitter.com/C0LWBaGvZL
— IndiaToday (@IndiaToday) November 21, 2024