ইডি সিবিআইয়ের তল্লাশি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করল আপ নেতা রাঘব চাড্ডা। একটি সাংবাদিক সম্মেলনে এইসব অভিযানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি চুপ এবং অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এই সমস্ত এজেন্সী হিংস্র হয়ে ওঠে।২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল ইডি শুধুমাত্র ১১২ টি স্থানে তল্লাশি চালিয়েছিল। কিন্তু ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইডি তল্লাশি চালিয়েছে ৩১০০ স্থানে।সিবিআই এবং ইডির দ্বারা দায়ের করা ৯৫ শতাংশ মামলা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের নিয়ে। আপের প্রতি তাদের বিশেষ ভালবাসা রয়েছে। তারা আমাদের অনেক নেতাকেই মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছেন।এটা তাদের পক্ষেই করা সম্ভব যারা ইন্ডিয়া জোটকে ভয় করেন। "
মঙ্গলাবরই আপ বিধায়ক আমানাতুল্লা খানের বাড়িতে দুর্নীতির অভিযোগে তল্লাশি চালায় ইডি।এর আগে দুর্নীতির অভিযোগে সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এভাবে একের পর এক বিরোধী দলের নেতাকে ইডি সিবিআইয়ের মাধ্যমে জেলে ঢুকিয়ে বিরোধীদলের ক্ষমতাকে দমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এমন অভিযোগও তোলা হচ্ছে বিরোদীদের তরফে।
#WATCH | AAP MP Raghav Chadha says, "In BJP-ruled states agencies are silent and in non-BJP ruled states agencies are violent. From 2004 to 2014, when there was UPA Govt in power, ED raided only 112 locations. But from 2014 to 2023, ED raided 3100 locations. 95% of the cases… pic.twitter.com/zxLFRTPyoO
— ANI (@ANI) October 10, 2023