Photo Credits: ANI

মাত্র ৩৫ বছর বয়েসেই দলের বড় দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। আবগারি দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তিনিই রাজ্যসভায় আপ-এর দলনেতা। এবার তাঁর অনুপস্থিতিতে, রাজ্যসভায় আম আদমি পার্টির তরুণ নেতা রাঘব চাড্ডা-কে দলনেতা মনোনয়ন করলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় আপ-এর মোট ১০ জন সাংসদ। তাঁদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট রাঘব-ই। কিন্তু রাঘবের জ্ঞান-বিবেচনা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অসম্ভব পরিশ্রম করতে পারেন। সেই কথা বিবেচনা করে ক মাস আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে বিয়ে করে পেশায় চাটার্ড অ্য়াকাউনটেন্ট রাঘবকে রাজ্যসভায় দলের ব্যাটন দিলেন কেজরি।

গত বছর রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে পদত্যাগ করে দলের নির্দেশে রাজ্যসভায় সাংসদ হন রাঘব। ২০১৯ লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে দক্ষিণ দিল্লিতে লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিজেপির রমেশ বিদুরি-র কাছে হেরেছিলেন রাঘব। তবে পরের বছর বিধানসভা নির্বাচনে রাজেন্দ্র নগর থেকে দাঁড়িয়ে জেতেন সেই সময় ৩২ বছর বয়সী রাঘব। আরও পড়ুন-পঞ্জাবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম দুই অপরাধী, ভিডিয়োতে দেখুন ঘটনাস্থলে পড়ে রিভলভার

দেখুন খবরটি

মণীশ সিসোদিয়া থেকে সতীশ জৈন, সঞ্জয় সিং, একের পর এক শীর্ষ আপ নেতা এখন দুর্নীতি মামলায় জেলে। দলের এমন কঠিন সময়ে রাঘব চাড্ডা, অতশীদের মত তরুণ প্রজন্মের ওপর আস্থা দেখাচ্ছেন কেজরিওয়াল।