নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) ২৫ দিন পার। নির্যাতিতার ন্যায় বিচাররে দাবিতে উত্তাল রাজ্য সহ গোটা দেশ। প্রায় প্রতিদিন রাস্তায় নামছে সাধারণ মানুষ। একটাই দাবি তাঁদের, বিচার। প্রত্যেকদিন আন্দোলন করে চলেছে চিকিৎসক(Doctor) সমাজ। এ বার আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন 'বিহার বাঙালি সমিতির'(Bihar Bengali Committee) মহিলারা। বিহারের রাস্তায় প্ল্যাকার্ড হাতে স্লোগান তুললেন তাঁরা। এ দিন আগরপ্রকাশ শিশুস্বদন থেকে দিনকার চক পর্যন্ত মিছিলে হাঁটেন তাঁরা। এই প্রতিবাদ জারি রাখার কথা জানিয়েছেন এক আন্দোলনকারী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "দোষীদের চরম শাস্তি হোক। ফাঁসি হোক। দেশের সব মেয়ে যেন নিরাপদ থাকে তার ব্যবস্থা করে হবে। আমাদের সুরক্ষা দিতে হবে। এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপর এমন ঘটনা ঘটানোর সাহস না পায় কেউ।" প্রসঙ্গত, আজ, রবিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মহা মিছিলের আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে এই মিছিলের ব্যবস্থা করা হয়েছে। গোটা রাজ্যবাসীকে পা মেলানোর ডাক দেওয়া হয়। আজ, দুপুর ৩ টের সময় কলেজ স্কয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত যাবে এই মিছিল।
আর জি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলেন বিহার বাঙালি সমিতির মহিলারা
Patna: Women of Bihar Bengali Committee, Pataliputra Branch stage a protest against the RG Kar Hospital rape-murder case. They marched marched from Aghor Prakash Shishu Sadan to Dinkar Chowk, with large participation from the Bengali Committee members.
"The accused should… pic.twitter.com/EmRuTfSQvN
— IANS (@ians_india) September 1, 2024