নয়াদিল্লিঃ অবশেষে অপেক্ষার অবসান। ৪৬ বছর পর আজ, রবিবার খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্ন ভাণ্ডার (Ratna Bhandar) । এই মুহূর্তে জগন্নাথ ধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনা হচ্ছে বড়-বড় বাক্স। জানা গিয়েছে দুপুর ১ টা বেজে ২৮ মিনিটে খোলা হবে রত্ন ভাণ্ডার। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাড়ি এই সময়টি বেছে নিয়েছেন। ছ'বছর আগেই খোয়া গিয়েছে রত্ন ভাণ্ডারের চাবি। তাই নকল চাবি দিয়েই এটি খোলা হিবে বলে খবর। ওডিশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে ১৬ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকছে। এই রত্নভাণ্ডারের ভিতরে সোনার পাশাপাশি প্রচুর সাপ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দরজা খোলার পর যাতে কোনও বিপত্তি না ঘটে তাই উপস্থিত থাকছে বিশেষ সাপুড়ের দল। প্রসঙ্গত, ক্ষমতায় এলে রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অবশেষে সেই প্রতিশ্রুতি রাখছে পদ্ম শিবির।
দেখুন ভিডিয়ো
#WATCH | Puri, Odisha: Special boxes brought to Shri Jagannath Temple ahead of the re-opening of Ratna Bhandar.
The Ratna Bhandar of the Shri Jagannath Temple is to be opened today following Standard Operating Procedure issued by the state government. pic.twitter.com/xwRdtQe0Ml
— ANI (@ANI) July 14, 2024