পুরী, ৩০ মে: করোনাভাইরাসের (Coronavirus Pandemic) সংক্রমণ এড়াতে ভক্তদের উপস্থিতি ছাড়াই হতে পারে পুরীর রথযাত্রা (Puri Rath Yatra 2020)। শনিবার পুরীর গজপতি দিব্যা সিংহ দেব (Dibya Singha Deb) জানিয়েছেন, ওড়িশা সরকার এই বিষয়ে ভাবনাচিন্তা করছে। তিনি বলেন, ওড়িশা সরকার ৯ দিনের জন্য অনুমতি দিলে অল্প সংখ্যক সেবাইত ও ভক্তদের উপস্থিতি ছাড়া রথযাত্রা আয়োজন করা যেতে পারে। আজই এই বিষয়ে বৈঠকে বসেছিল শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি।
গজপতি বলেন,রথযাত্রা ও বাহুদা যাত্রার অংশ হিসাবে সেবাইত, অফিসার এবং পুলিশ কর্মীদের উপস্থিতিতে তিনটি রথ টানা হবে। ৫ জুন নির্ধারিত স্নানযাত্রা মন্দির প্রাঙ্গণে করা যেতে পারে। তিনি জানান, করোনা মহামারী দেখে মন্দির নীলাদ্রী বিজে অবধি বন্ধ থাকবে।
আরও পড়ুন: Rathayatra of Mahesh 2020: করোনার কারণে এবছর বন্ধ থাকছে হুগলির মাহেশের রথযাত্রা
গজপতি দিব্যা সিংহ দেব বলেন, "তথ্য ও জনসংযোগ দপ্তর স্নানযাত্রা এবং রথযাত্রার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে। আমি ভক্তদের বাড়িতে নিরাপদে থাকার এবং টেলিভিশনে রথযাত্রা দেখার জন্য অনুরোধ করছি।"