Puri Ratha Yatra (Photo Credits: X)

Puri Rath: বেশ কিছু কারণে এবার পুরীর রথযাত্রা নিয়ে একটার পর একটা খারাপ খবর আসছে। ভিড় সামলাতে না পারা ইস্যুতে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পর এবার বিস্ফোরক দাবি এক ভক্তের। পুরীর জগন্নাথধামে রথযাত্রায় অংশ নিতে আসা মধ্যপ্রদেশ থেকে আসা এক ভক্তের অভিযোগ, "আমাদের কাছে দর্শণের জন্য টাকা চাওয়া হচ্ছে। ভিআইপি-রা টাকা দিয়ে দর্শণ করছেন। আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই। তাই আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।"ওডিশার এক স্থানীয় টিভি চ্যানেলে দেখানো হচ্ছে এই বিস্ফোরক অভিযোগের ভিডিও। প্রশ্নের মুখে উঠেছে প্রশাসনিক ব্যবস্থাও। যদিও প্রশাসনের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে বলা দেওয়া হয়েছে। আর কোনও বিপর্যয় এড়াতে ততপর ওডিশার বিজেপি সরকার।

প্রশ্নের মুখে পুরীর ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা

এদিকে, পুরীর রথযাত্রায় পদপিষ্টে হয়ে ৩ জনের মৃতর ঘটনায় প্রশাসনিক গাফলতির কথা সামনে আসছে। বারবার অভিযোগ উঠছে, পুলিসের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা যথেষ্ট ছিল না।

দেখুন সেই ভক্তের অভিযোগের ভিডিও

পুরীতে এবারের রথে একটার পর একটা দুর্ঘটনা

গত শুক্রবার পুরীর রথযাত্রায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ৬০০ জন। এরপর রবিবার ভোরে পুরীর গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টের ঘটনায় অন্তত তিন জন মারা যান। দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের ওপরেই দোষ চাপাচ্ছেন পূণ্যার্থীরা। অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকলে এই ধরনের ঘটনা ঘটত না। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পুরীর জেলা কালেক্টর, পুলিশ সুপারকে বদলির নির্দেশ দিয়েছেো রাজ্য সরকার। এছাড়া কর্তব্যের গাফিলতির জন্য ডিসিপি বিষ্ণু পতি এবং পুলিশ আধিকারিক অজয় পাধিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।