Punjab Fire: পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১০ জনের মৃত্যু, ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা
পাঞ্জাবে বাজি বিস্ফোরণ কারখানায় আগুন (Photo Credits: ANI)

পাঞ্জাব, ৪ সেপ্টেম্বর: Huge Blaze After Explosion at Firecracker Factory in Gurdaspur: আজ বুধবার পাঞ্জাবের গুরুদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জন্য ঘটনাস্থলে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে এখনো অব্দি খবর পাওয়া গেছে। ভিতরে অনেকে আটকে ছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে ।

ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের অনেকগুলি ইঞ্জিন। উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভিতরে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এইমুহূর্তে কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে এবং সঙ্গে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন, বৌবাজারে বিপত্তির জেরে ফের স্থগিত ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজ ফলে প্রকল্প শেষ হতেও দেরি, জানাল মেট্রো

 

 

এই দুর্ঘটনা প্রসঙ্গে পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং টুইটে দুঃখপ্রকাশ করে বলেন,' বাটলার বাজি বিস্ফোরণ কারখানায় আগুন লেগে মৃত্যুর খবর অত্যন্ত বেদনাময়। ডিসি ও এসএসপি দায়িত্ব নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।'

এই বাজি কারখানাটি গুরুদাসপুরের বাটালা এলাকায় অবস্থিত। দমকলের ইঞ্জিনগুলি এইমুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন যথেষ্ট ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।