AAP Mla arrested for taking bribe Photo Credit: twitter@ANI

পাঞ্জাব | গ্রামীণ বাথিন্দা থেকে আপ (AAP) বিধায়ক অমিত রতন কোটফাট্টাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করল ভিজিল্যান্স ব্যুরো । জানা গেছে  ভিজিল্যান্সের একটি দল তাকে ঘুষ নেওয়ার সময় ধরে ফেলে। সম্প্রতি বিধায়কের ঘনিষ্ঠ রিশাম গর্গকেও ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্স দল তাঁকে হাতেনাতে ধরেছিল। বাথিন্দা গ্রামীণ থেকে আপ বিধায়ক অমিত রতন কোটফাট্টাকে পাঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো গ্রেফতার করার পর তাকে বাথিন্ডার একটি সরকারি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়।