
অমৃতসর, ১৭ মার্চঃ পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) মন্দিরে গ্রেনেড হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু হল পুলিশের গুলিতে। সোমবার সাতসকালে পাঞ্জাব পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়ায় অভিযুক্ত। পুলিশের গুলিতে আহত হন গুরসিদক সিংহ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মারা যান তিনি। এনকাউন্টারে এক অভিযুক্ত মারা গেলেও পালাতে সক্ষম হয়েছেন অপরজন। আততায়ীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই পুলিশকর্মীও।
গত শনিবার অমৃতসরের (Amritsar) খান্ডওয়ালায় একটি মন্দিরে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে। সাত সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান মন্দিরের আশেপাশের বাড়ির লোকজন। ভয়ে পেয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের দেওয়াল। এলাকার সিসিটিভি ক্যামেরায় বোমা হামলার গোটা ঘটনাটি ধরা পড়ে। সেখানে দেখা গিয়েছে, বাইকে চেপে দুই দুষ্কৃতী মন্দিরের সামনে এসে গ্রেনেড ছোড়েন। দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে অমৃতসর পুলিশ। সোমবার ভোরে দুই অভিযুক্তের দেখা পায় পুলিশ। তাঁদের কাছে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের দিকে ধেয়ে আসতে শুরু করে গুলি। পালটা গুলি চালায় পুলিশও। গুলি লেগে আহত হয় গুরসিদক। চম্পট দেয় সঙ্গী বিশাল। পুলিশ সূত্রে খবর, আততায়ীদের গুলিতে আহত হন হেড কনস্টেবল গুরপ্রীত সিংহ এবং ইন্সপেক্টর অমোলক সিংহ।
গত ১৫ মার্চ অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার ঘটনার তদন্তে অমৃতসর পুলিশ পাকিস্তানের (Pakistan) সম্ভাব্য যোগের ইঙ্গিত পায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সেই আশঙ্কা করেন।