সীমান্তে কড়া নজরদারি। (Photo Credits: PTI)

ফিরোজপুর,৮ অক্টোবর: সন্ত্রাসবাদী হামলার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সেটা আরও একবার প্রমাণিত হল। গতকাল, সোমবার রাতে পঞ্জাব সীমান্তের কাছে ফিরোজপুরের হুসেনওয়ালা এইচ কে টাওয়ারের বর্ডার পোস্টের কাছে বিএসএফ জওয়ানরা একটা ড্রোন দেখতে পান। এরপর তৎপরতা বাড়ে সীমান্তরক্ষীদের মধ্যে। রাত তখন সাড়ে দশটা। এরপর ফিরোজপুরের হুসেনওয়ালা এলাকায় আরও কয়েকবার ওই ড্রোনটি নজরে আসে বিএসএফ (BSF) -এর। সংবাদমাধ্যমে প্রকাশ, রাত সাড়ে ১২টা নাগাদ পাকিস্তানের দিক থেকে সেই ড্রোনটি ভারতের দিকে ঢুকে পড়ে।

বর্ডার সিক্য়ুইরিটি ফোর্স (বিএসএফ) এবং পঞ্জাব পুলিশ ড্রোনটির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। ড্রোনটিতে করে কোনও ড্রাগ বা অস্ত্র সীমান্ত পার করানো হয়েছে বলে আশঙ্কা। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলে খবর। পঞ্জাব সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে আগ্নেয়াশাস্ত্র, মাদক বা জাল নোট পাচারের ছক কষেছে পাকিস্তান। এমন খবর গোয়েন্দা দফতর আগেই জানিয়েছে। গতকাল রাতে ফিরোজপুরুর কাছে উড়তে থাকা ড্রোনে তেমন কিছু ছিল কি না সেটা জানার জোর চেষ্টা চলছে। আরও পড়ুন-'ধর্ম পাল্টে ফেলুন' নুসরত জাহানকে বললেন দেওবন্দের মৌলানা; দুর্গাপুজোয় সামিল হওয়াকে ধর্মবিরোধী কাজ হিসেবেই দেখছেন তিনি

এবিপি-তে দেখানো খবর অনুযায়ী, ড্রোনটিকে মোট পাঁচ বার আকাশে উড়তে দেখা যায় । তার মধ্যে এক বার সীমান্ত পেরিয়ে ভারতীয় আকাশসীমাতেও ঢুকে পড়েছিল।