Punjab Flood: পঞ্জাবে ভয়াবহ বন্যা। চার দশকের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পঞ্চনদের দেশ। এখনও পর্যন্ত হাজারেরও বেশি গ্রাম বন্যা কবলিত বলে জানিয়েছেন পঞ্জাবের আপ সাংসদ রাজ কুমার ছাব্বেওয়াল। রাজ্যের অন্তত সাতটি জেলা- ফিরোজেপুর, পাঠানকোট, অমৃতসর, হোশিয়ারপুর, লুধিয়ানা, গুরুদাসপুর, কাপুরথালা ও তার্ন তারানের বেশিরভাগ জায়গা জলের তলায়। পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ২৫৩.৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৭৪% বেশি এবং ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বন্যায় কবলিত অঞ্চল থেকে এখনও পর্যন্ত ১১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় ডুবে যাওয়া ঘর থেকে সাড়ে ৪ হাজার মানুষদের উদ্ধার করা হয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চিনে এসওসি সম্মেলনে শেষ করে দেশে ফিরেই পঞ্জাবের বন্য়া পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভবন্ত সিং মানের কাছে খোঁজে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা ত্রান ও উদ্ধারে পঞ্জাব সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
দেখুন পঞ্জাবের বন্য়া পরিস্থিতি
Relief and rescue operations are in full swing across flood-affected areas of Ferozepur district in Punjab. @BSF_India aids flood-hit villages with relief supplies and rescues stranded livestock, reinforcing its humanitarian role beyond border security. #ReporterDiary |… pic.twitter.com/SGYODUcheb
— IndiaToday (@IndiaToday) September 1, 2025
দেখুন বন্যার ভিডিও
Amidst the fierce floods in Punjab, @BSF_India heroes with the local volunteers are not just saving lives but also rescuing the helpless buffaloes of farmers in Ferozpur sector.
Over 1200 villages in Punjab are battling rising waters, but courage and care flow stronger.… pic.twitter.com/IxiLbC0Qlh
— Ravinder Singh Robin ਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਰੌਬਿਨ (@rsrobin1) August 31, 2025
কী কী ক্ষতি হল
এখনও পর্যন্ত পঞ্জাবের বন্যায় ১১ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। বন্যার কারণে এখনও পর্যন্ত ৬১ হাজার হেক্টর কৃষি জমি জলে ডুবে গিয়েছে। প্রায় ৩ লাখ একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ধান, তুলা, ভুট্টা এবং আখ রয়েছে। একর প্রতি ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।