চণ্ডীগড়, ৭ জুলাই: বৃহস্পতিবার একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। চিকিৎসক গুরপ্রীত কৌরের সঙ্গে আজ গাঁটছড়া বাঁধেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ভগবন্ত মানের বিয়ের আসরে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের সকাল থেকে রাঘব চাড্ডা একের পর এক ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। যেখানে বিয়ের সকাল পাত্র, পাত্রীর সাজ থেকে শুরু করে, গুরুদ্বারা পর্যন্ত, সবের ঝলক মেলে। ভগবন্ত মানের বিয়ে নিয়ে যখন আগ্রহ তুঙ্গে প্রত্যেকের, সেই সময় প্রকাশ্যে এলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর জীবনের বিশেষ দিনের খাবারের মেনু।
ভগবন্ত মান এবং গুরপ্রীত কৌরের বিয়ের অনুষ্ঠানে কী কী মেনু ছিল, দেখুন...
কড়াই পনীর, ভেজিটেবল ঝালফ্রেজি, চানা মশলা, তন্দুরি কুলচা, ডাল মাখানি, নবরত্ন বিরিয়ানি, ৬ ধরনের স্যালাড, লাসাঙ্গা, কটেজ চিজ স্টেক, গার্লিক ব্রেড স্টেশন এবং বিভিন্ন ধরনের পাস্তা।
আরও পড়ুন: Rishi Sunak: ইনফোসিস কর্তার জামাই ভারতীয় বংশোদ্ভুদ ঋষি সুনকই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী? জল্পনা
ভারতীয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না মিষ্টি ছাড়া। ভগবন্ত মানের বিয়ের অনুষ্ঠানে একের পর এক মিষ্টির আয়োজন করা হয়। যার মধ্যে মুগ ডালের হালুয়া, শাহি টুকরা, ড্রাই ফ্রুটস আঙ্গুরি, রসমালাই, হট গুলাব জামুন, ন্যাচারাল আইসক্রিম, ফ্রেস ফ্রুট ট্রিফেলের মত একাধিক পদ ছিল।