Window Grill (Photo Credits: Pexels)

পুনে, ১৭ মার্চ: কোয়ারান্টিন সেন্টার (Quarantine centre) থেকে পালাতে গিয়ে জানালার গ্রিলে আটকে গেলেন এক যুবতি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে (Pune)। দমকল গিয়ে কাটার দিয়ে গ্রিল কেটে ওই যুবতিকে উদ্ধার করে। পরে তাঁকে মহিলা কল্যাণ বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, ১৮ বছর বয়সি দিল্লির বাসিন্দা ওই যুবতির নাম দিপ্তি কুমারী। করোনার উপসর্গ থাকার কারণে তাঁকে ইরানডানের (Erandwane) একটি কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছিল।

সোমবার গভীর রাতে ওই সেন্টারের দ্বিতীয় তলার জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। যদিও তিনি জানালার গ্রিলে আটকে যান। এরপরই খবর যায় দমকলে। খবর পেয়ে দ্রুত দমকলের কর্তারা আসেন। পাশাপাশি স্থানীয় ডেকান জিমখানা থানার আধিকারিকরাও ঘটনাস্থানে যান। দমকল কর্মীরা মহিলাকে শান্ত করার চেষ্টা করেন। এরপর হাইড্রোলিক কাটার দিয়ে গ্রিল কেটে তাঁকে উদ্ধার করেন। আরও পড়ুন: Mujib Borsho Celebrations: ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফায়ার ব্রিগেডের এক বিবৃতি অনুসারে ওই যুবতিকে মহিলা কল্যাণ বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। ডেকান জিমখানা থানার সিনিয়র ইন্সপেক্টর মুরলিধর কার্পে বলেন, ওই যুবতি এর আগেও পালানোর চেষ্টা করেছেন। সোমবার রাতে সে আবারও দ্বিতীয় তলার ঘরের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। যদিও গ্রিলে আটকে যান।