Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ দক্ষিণ কলকাতার (South Calcutta)  নামকরা আইন কলেজের (Law College)  ভিতর ছাত্রীকে গণধর্ষণের (Gang rape)  ঘটনায় যখন উত্তাল গোটা দেশ তখন সামনে এল আরও এক হাড়হিম করা ঘটনা। ডেলিভারি বয় সেজে অভিজাত আবাসনে ঢুকে তরণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, নির্যাতিতার সঙ্গে নগ্ন অবস্থায় সেলফি তুলে আবার ফিরে আসার হুমকি ধর্ষকের।

আবাসনে ঢুকে তরুণীকে ধর্ষণ করল যুবক

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পুনের একটি অভিজাত সোসাইটিতে। ওই আবাসনেই থাকতেন ২৫ বছরের ওই তরুণী। অভিযোগ, বুধবার সন্ধ্যায় এক যুবক তাঁর দরজার কড়া নাড়ে। দরজার বাইরে থেকে জানানো হয়,তাঁর নামে পার্সেল আছে। ভিতর থেকে তরণী জানান তাঁর কোনও ডেলিভারি আসার কথা নেই। কিন্তু দরজার অপর প্রান্ত থেকে যুবক বলতে থাকেন, তাঁর নামেই পার্সেল আছে এবং ওটিপি লাগবে। এই ফাঁদে পা দিয়ে দরজা খুলে নিজের ফোনটি আনতে যান তরুণী। এই ফাঁকে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে ওই যুবক। তাঁর চোখেমুখে একটি স্প্রে করে তাঁকে অচৈতন্য করে দেওয়া হয়। এরপর চলে শারীরিক অত্যাচার। ধর্ষণের পর তরুণীর ফোন থেকেই নগ্ন অবস্থায় সেলফি তুলে মেসেজ সে লিখে যায়, "আমি আবার আসব।" এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই সোসাইটির সিসিটিভি ফুটেজ।

ডেলিভারি বয় সেজে অভিজাত আবাসনে ঢুকে ধর্ষণ, তরুণীর নগ্ন ছবি তুলে ধর্ষকের হুমকি 'আবার আসব'