পুনে: নকল কাগজপত্র (fake documents) দেখিয়ে ভুয়ো পাসপোর্ট (Fake passport) তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে (India) বসবাস করছিল পাকিস্তানের এক নাগরিক (Pakistan national)। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার (arrest) করল পুনে সিটি পুলিশের (Pune City police) বিশেষ দল (Special Branch)। বুধবার ঘটনাটি ঘটেছে পুনের (Pune) ভবানী পেট (Bhawani Peth) এলাকায়।
এপ্রসঙ্গে পুনে পুলিশের তরফে জানানো হয়, পুনে সিটি পুলিশের বিশেষ ব্রাঞ্চ ভবানী পেট এলাকা থেকে মহম্মদ আমন আনসারি নামে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি ২০১৫ সাল থেকে অবৈধভাবে ভবানী পেট এলাকায় নিজের মায়ের কাছে বসবাস করত বলে জানা গেছে। ধৃতকে জেরা করে আরও জানা যায়, সে নকল কাগজপত্র ব্যবহার করে নিজের নামে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল।
Special Branch of Pune City police apprehended a Pakistan national identified as Mohammad Amaan Ansari who was staying illegally in Bhawani Peth area since 2015. During probe, it is found that he also holds an Indian passport which has been made using fake documents: Pune police
— ANI (@ANI) March 15, 2023
ধৃতের বিরুদ্ধে খাদাক পুলিশ স্টেশনে (Khadak Police station) ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা আর পাসপোর্ট আইন (Passport act) ও ১৯৭৬ সালের ফরেনার্স আইনের (Foreigners act 1946) ১৪ নম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। আরও পড়ুন: Bengaluru: আকুপাংচার থেরাপির নামে মহিলাদের নগ্ন ভিডিয়ো রেকর্ড, গ্রেফতার থেরাপিস্ট
A case has been registered against him in Khadak Police station under IPC sections 420, 468, 471, Section 14 of the Foreigners act 1946 and Passport act. Further investigation is being done: Pune police
— ANI (@ANI) March 15, 2023