প্রতীকী ছবি

বেঙ্গালুরু, ১৫ মার্চঃ আকুপাংচার (Acupuncture) থেরাপির নামে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্গালুরুর (Bengaluru) এক থেরাপিস্ট। অভিযুক্তের ক্লিনিক থেকে উদ্ধার হয়েছে ৫০ টিরও বেশি মহিলাদের নগ্ন ভিডিয়ো।

জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী অভিযুক্ত আকুপাংচার থেরাপিস্টের (Acupuncture Therapist)  নাম ভেঙ্কটরমণ। মাথিকেরেতে দীর্ঘদিন ধরে আকুপাংচার ক্লিনিক চালাচ্ছেন তিনি। গোপনে থেরাপির নামে তিনি মহিলাদের অশ্লীল আচরণ চালিয়ে যাচ্ছিলেন। এবং তা রেকর্ড করে রাখতেন নিজের কাছে। বিষয়টি জানাজানি হয় যখন এক মহিলা তাঁর প্রস্তাবে নিজের বস্ত্র খুলতে অস্বীকার করেন।

আরও পড়ুনঃ মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতার জেরে সাসপেন্ড মদ্যপ TTE, দেখুন ভিডিয়ো

একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক মহিলা অভিযুক্তের ক্লিনিকে আকুপাংচার করাতে আসেন। ভেঙ্কটরমণ ওই মহিলাকে নিজের পোশাক খুলতে বলা মাত্রই মহিলার সন্দেহ হয়। এরপর মহিলাকে কিছুটা আশ্বস্ত করার জন্যে ভেঙ্কটরমণ তাঁর ক্লিনিকে আশা অন্যান্য মহিলাদের নগ্ন ভিডিয়ো দেখান তাঁকে। যা দেখে মহিলার চক্ষু চড়ক গাছ। কোনভাবে সেদিন ক্লিনিক থেকে বেরিয়ে ব্যাঙ্গালুরু পুলিশের দারস্ত হন মহিলা। আকুপাংচার থেরাপিস্টের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ দায়ের করেন তিনি।

মহিলার অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু হয় অভিযুক্ত আকুপাংচার থেরাপিস্টের (Acupuncture Therapist)। তাঁর ক্লিনিকের তল্লাশি চালিয়ে ৫০ টিরও বেশি মহিলাদের নগ্ন ভিডিয়ো উদ্ধার করেছে পুলিশ। ২-৩ মিনিট থেকে শুরু করে ১০-১২ মিনিটের ভিডিয়ো রয়েছে তাঁর দুটি ফোন জুড়ে। যা ফরেন্সিক টেস্টের জন্যে পাঠানো হয়েছে।