ফাইল ফটো Photo Credits: Wikimedia commons

ভুবনেশ্বর: আকাশে ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কা (bird-hit incident) লেগেছিল। এর জেরে ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে (Bhubaneswar) বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে (Biju Patnaik International Airport) জরুরি অবতরণ (emergency landing) করতে বাধ্য হল পুনেগামী এয়ার এশিয়ার একটি বিমান (Pune bound Air Asia flight)।

এপ্রসঙ্গে বিজু পট্টানায়েক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় পুনেগামী এয়ার এশিয়ার একটি বিমানের সঙ্গে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা পাখির ধাক্কা লাগে। এর জেরে ভুবনেশ্বরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটির পাইলট। কিছুক্ষণ পরে অবশ্য বিমানটি ফের নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে যায়। বিমানে থাকা সমস্ত যাত্রীই অক্ষত আছেন।