Priyanka Gandhi (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর: লোকসভায় তাঁর প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কেরলের ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সংবিধান ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নজিরবিহীন আক্রমণ করেন প্রিয়াঙ্কা৷ হাথরস, উন্নাও ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সম্ভল থেকে মণিপুর পরিস্থিতি -- সব ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন প্রিয়াঙ্কা। মোদীর শাসনে দেশে যে ভয়ের আবহ তৈরি হয়েছে, তা ব্রিটিশ জমানার সঙ্গে তুলনীয় বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা।

সংসদে আধ ঘণ্টার আধ ঘণ্টার বক্তৃতায় নানা ইস্যুর মাঝে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে প্রিয়াঙ্কা বলেন, "পরের ভোটটা EVM-র বদলে ব্যালট পেপারে করান।" হরিয়ানা, মহারাষ্ট্রে অপ্রত্যাশিত বড় হারের পর কংগ্রেস EVM-এ ভোটে কারচুপি নিয়ে সরব হয়েছে। চলতি বছর লোকসভা ভোটের আগেও কংগ্রেস ব্যালট বক্সে ভোট করা নিয়ে সরব হয়েছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী EVM-এ ভোট প্রক্রিয়ার প্রশংসা করেন।

দেখুন সংসদে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা

পরিকল্পিত ভাবে ইতিহাসের পাঠ্য বদল, কৃষকবিরোধী নীতি, টাকা,ক্ষমতার জোরে বিভিন্ন রাজ্যে বিধায়ক ভাঙিয়ে নির্বাচিত সরকার ফেলে দেওয়া, রাষ্ট্রায়াত্ত সংস্থার বিক্রির মত ইস্যুর প্রসঙ্গ এসেছে প্রিয়ঙ্কার বক্তৃতায়। এদিন সংসদে তাঁর প্রথম ভাষণে প্রিয়াঙ্কা বলেন, "সব দোষ কি একা নেহরুর?" কখনও জরুরি অবস্থা এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে বলেছেন, "১৯৭৫ সালের জন্য তো ক্ষমা চাওয়া হয়েছিল। আপনারাও দেখে শিখুন। যে কাজ করেছেন তার জন্য ক্ষমা চান।"