প্রিয়াঙ্কা গান্ধি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১ জুলাই: ১ অগাস্টের মধ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi) দিল্লির সরকারি বাংলো (Official Bungalow) ছেড়ে দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ১ অগাস্টের পর বাংলো না ছাড়লে তাঁকে জরিমানা দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁকে বরাদ্দ করা বাংলো আজ থেকে বাতিল ধরা হবে। এক চিঠিতে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক প্রিয়াঙ্কাকে দিল্লির সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলির অন্যতম লোধি রোডের বাংলো ছাড়তে বলেছে।

চিঠিতে বলা হয়েছে, "প্রিয়াঙ্কা আর স্পেশাল প্রটেকশন গ্রুপ (SPG) নিরাপত্তা পাওয়ার অধিকারী নন। তিনি জেট প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। জেড প্লাস নিরাপত্তায় সরকারি আবাসন বরাদ্দ করা বা ধরে রাখার সংস্থান নেই। তাই নতুন দিল্লির ৩৫ লোধি এস্টেটের (Lodi Estate) টাইপ ৬বি-র যে ৩৫ নম্বর আবাসন আপনার জন্য বরাদ্দ হয়েছিল, তা ১ জুলাই থেকে বাতিল করা হল। ১ আগস্টের পরও তিনি সেখানে থাকলে জরিমানা দিতে হবে।" আরও পড়ুন: Unemployment Rate In India: লকডাউনের ধাক্কা কাটিয়ে ঘুরছে অর্থনীতির চাকা, জুন মাসে বেকারত্বের হার কমে ১১ শতাংশ

গত বছরের নভেম্বরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, রাহুল ও গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির এসপিজি নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয়। বদলে তাঁরা তিনজনই জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন।