PM Meet Indian contingent for ParisOlympics Photo Credit: X

প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) অংশগ্রহণের আগে ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ আজ (৫জুলাই, ২০২৪) নিজের বাসভবনে ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন তিনি। আসন্ন অলিম্পিকে ভাল ফলের জন্য তাঁদের শুভেচ্ছাও জানান তিনি।প্রথমবার যাঁরা অলিম্পিকের মঞ্চে অংশ নেবেন, তাঁদেরও এদিন উৎসাহ জোগান মোদী ৷ এবারের অলিম্পিকে ভারত থেকে প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ ভারতীয় হকির পুরুষ ও মহিলা দলের সদস্যরা ছাড়াও , বক্সিং-অ্যাথলিট সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সকল ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন ৷  এছাড়াও  নীরজ চোপড়া(Neeraj Chopra), পিভি সিন্ধু (P V Sindhu),  লভলিনা, নিখাদ জারিনরা ভার্চুয়ালি এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন।

 নরেন্দ্র মোদী এদিন তাঁর বার্তায় বলেন, "আপনারা এই মুহূর্তে অলিম্পিকসের মঞ্চে পৌঁছে জেতার মেজাজে রয়েছেন ৷ আর আমি আপনাদের জিতে ফেরার পর অভ্যর্থনা জানানোর মেজাজে রয়েছি ৷"

প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর মুখে চলে আসে ২০৩৬ সালের  অলিম্পিকের (2036 Olympic Bid) আয়োজনের বিষয় ৷ তিনি জানান, "আমরা চেষ্টা করছি ২০৩৬ অলিম্পিকস আয়োজনের জন্য বিড পেশ করতে ৷ তার জন্য পরিকাঠামোগত সংস্কারের কাজ চলছে ৷ কিন্তু, আপনাদের থেকে আমি পরামর্শ চাই ৷ আপনারা খেলোয়াড়রা পরিস্থিতিটা ভালো বুঝতে পারবেন ৷ তবে আমি এই অলিম্পিকের মাঝেই কিছু করতে বলছি না ৷ আপনারা এখন প্রতিযোগিতায় মন দিন ৷ ফিরে এসে অবসর সময়ে সংস্কারের কাজগুলি আপনারা দেখুন এবং সেখানে আর কী কী করা যেতে পারে, তা আমাদের জানান ৷ এর ফলে আমরা ২০৩৬ সালের অলিম্পিকসের বিড পেশের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকব ৷"