Photo Credits: ANI

নয়াদিল্লি: আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যায় (Ayodhya) বিশাল রেলস্টেশন (Grand railway station) ও বিমানবন্দরের (Airport) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পাশাপাশি আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দিরের (Ram Mandir) যে উদ্বোধন হতে চলেছে তার প্রস্তুতিও খতিয়ে দেখবেন তিনি। আরও পড়ুন: Yogi Adityanath: গঙ্গা পুজোয় ব্যস্ত যোগী আদিত্যনাথ, প্রয়াগরাজের ভিডিয়ো

অযোধ্যার কমিশনার গৌরব দয়াল জানান, রেলস্টেশন ও বিমানবন্দর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি রোডশো করবেন আর তারপর করবেন জনসভা।

এপ্রসঙ্গে গৌরব দয়াল বলেন, "সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সূচনা করার পর বিমানবন্দরের পাশের মাঠে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত গাড়িতে সফর করবেন প্রধানমন্ত্রী যা কার্যত রোডশো-রই চেহারা নেবে। তাঁকে স্বাগত জানানোর জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ের তরফে রাম মন্দির উদ্বোধনের পর ১০০ দিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা পর্যন্ত হাজারটিরও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অযোধ্যা রেলস্টেশনটিকেও ভগবান রামচন্দ্রের মন্দিরের আদলে তৈরি করার ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। স্টেশনটিতে লিফটের পাশাপাশি টুরিস্ট ইনফর্মেশন সেন্টার ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা-সহ প্রায় সমস্ত সুবিধাই থাকছে। আরও পড়ুন: Amit Shah On Muslim League Jammu Kashmir: নিষিদ্ধ হল মুসলিম লিগ জম্মু ও কাশ্মীর! টুইট করে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর (দেখুন টুইট)