নয়াদিল্লি: ২০তম আসিয়ান-ইন্ডিয়া সামিট (ASEAN-India Summit) ও ১৮তম ইস্ট এশিয়া সামিটে (East Asia Summit) যোগ দিতে আগামী সপ্তাহে দু-দিনের সফরে ইন্দোনেশিয়া (Indonesia) যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) তরফে জানানো হয়েছে ৬ ও ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া সফর করবেন নরেন্দ্র মোদি।
এর পাশাপাশি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর (Joko Widodo) আমন্ত্রণে তাঁর সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইন্দোনেশিয়া থেকে ফেরার পরেই ৯ ও ১০ তারিখ নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত জি ২০ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। গত বছর জি ২০ সভাপতি থাকার ফলে ইন্দোনেশিয়াও জি ২০ টিরোইকার অঙ্গ হিসেবে থাকছে। আরও পড়ুন: Chandrayaan 3 Update: চাঁদে অন্ধকার নামতে আর ৪ দিন বাকি, ইতিমধ্যেই দক্ষিণ মেরুতে ১০০ মিটার অতিক্রম করেছে প্রজ্ঞান
PM Modi to attend ASEAN, East Asia Summit meetings in Indonesia next week
Read @ANI Story | https://t.co/C5hCYSb2D3#PMModi #Indonesia #PMModiIndonesiaVisit #ASEANSummit pic.twitter.com/Bmc5Yj6rt9
— ANI Digital (@ani_digital) September 2, 2023