Netaji's Hologram Statue At India Gate: ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
Narendra Modi unveils hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate (Photo: ANI)

নতুন দিল্লি, ২৩ জানুয়ারি: ১২৫ তম জন্মবার্ষিকীতে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তির (Hologram Statue) উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।  পরবর্তীকালে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির মূর্তি স্থাপিত হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "নেতাজি দেশভক্তির প্রতীক। স্বাধীনতা ছিনিয়ে নিতে শিখিয়েছেন নেতাজি। নেতাজি স্বাধীন, অসাম্প্রদায়িক ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন। এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি দেশের শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশদের সামনে মাথা নত করতে অস্বীকার করেন। শীঘ্রই হলোগ্রাম মূর্তিটি একটি গ্রানাইট মূর্তি দ্বারা প্রতিস্থাপিত হবে। নেতাজির মূর্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

প্রধানমন্ত্রীর আক্ষেপ, "দুর্ভাগ্যবশত, স্বাধীনতার পরে দেশের সংস্কৃতি ছাড়াও অনেক মহান ব্যক্তির অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এটা আমার সৌভাগ্য যে আমাদের সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইলগুলি প্রকাশ করার সুযোগ পেয়েছে।"

মোদী বলেন, "নেতাজি বলতেন, স্বাধীন ভারতের স্বপ্নে বিশ্বাস হারাবেন না, বিশ্বের এমন কোনও শক্তি নেই যে ভারতকে নাড়া দিতে পারে। আজ আমাদের একটা লক্ষ্য আছে স্বাধীন ভারতের স্বপ্ন পূরণ করা। ২০৪৭ সালের স্বাধীনতার ১০০ বছর আগে একটি নতুন ভারত গড়ার লক্ষ্য আমাদের রয়েছে।"

দেখুন ছবি ও ভিডিও: 

অনুষ্ঠানে ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। দুর্গোগ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি বিভাগ দ্বারা পরিচালিত হত। আমাদের সরকার এনডিআরএফকে শক্তিশালী করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলি দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে আমাদের উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছে।