নতুন দিল্লি, ২৬ জানুয়ারি: করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। রবিবার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় নিজের করোনা সংক্রমণের খবর সবাইকে জানান। সোমবার মেক্সিকান প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি লেখেন, “প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর কোভিড পজিটিভ। ইতিমধ্যেই এই খবর পেয়েছি। আমার সঙ্গে একযোগে সমগ্র ভারতবাসী মেক্সিকান প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করছেন।” রবিবার মেক্সিকান প্রেসিডেন্ট এক টুইটে জানান, “আমি আফশোসের সঙ্গে জানাচ্ছি, যে কোভিডে আক্রান্ত হয়েছি। তবে মৃদু উপসর্গ রয়েছে। ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। আমিতো সর্বদা আশাবাদী তাই আমরা খুব শিগগির এই বিপদ কাটিয়ে উঠব।” আরও পড়ুন-Coronavirus Cases In India: সাধারণতন্ত্র দিবসে আশার খবর, দেশে দৈনিক করোনা আক্রান্ত ৯ হাজার ১০২ জন
Concerned to hear about the COVID-19 diagnosis of President @lopezobrador_ of Mexico. The people of India join me in wishing him an early and complete recovery. https://t.co/lGFAvOpDTx
— Narendra Modi (@narendramodi) January 25, 2021
জানা গিয়েছে, যতদিন না প্রেসিডেন্ট ওব্রাডর সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত তাঁর হয়ে সকালের সাংবাদিক সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন মেক্সিকোর স্বরাষ্ট্র সচিব ওলগা স্যানচেজ করডেরো। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকলে ১১ মার্চ ২০১৯-এ মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।