Coronavirus Cases In India: সাধারণতন্ত্র দিবসে আশার খবর, দেশে দৈনিক করোনা আক্রান্ত ৯ হাজার ১০২ জন
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ জানুায়ারি: সাধারণতন্ত্র দিবসের সকালে আশাজনকভাবে কমল করোনার দৈনিক সংক্রমণ (Coronavirus Cases In India)। সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ১০২ জন। গত আটমাসে এই প্রথম একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দেশে এতটা কমল। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১১৭ জন। গত আটমাসে এই প্রথম দৈনিক মৃত্যুর সংখ্যা এত কম। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৩ হাজার ৫৮৭ জন। গত ৩ জুন ভারতে দৈনিক করোনা সংক্রামিত সংখ্যা ছিল ৮ হাজার ৯০৯। ১৬ মে করোনায় মৃতের সংখ্যা ছিল ১০৩। আরও পড়ুন-Farmers Break Police Barricade: সাধারণতন্ত্র দিবসের সকালে দিল্লিতে গোলযোগ, টিকরি ও সিঙ্ঘু সীমান্তে পুলিশ ব্যারিকেড ভাঙলেন কৃষকরা

এতদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার ৯৮৫ জন। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৬. ৯০ শতাংশ। মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লাখ ৭৭ হাজার ২৬৬টি। দেশে অ্যাকটিভ করোনা কেস ২ লাখের নিচে রয়েছে এনিয়ে সাতদিন হল। আইসিএমআর জানিয়েছে, ২৫ তারিখ পর্যন্ত দেশে ১৯ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৬৯৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গতকাল সোমবার শুধু ৭ লাখ ২৫ হাজার ৫৭৭টি নমুনার কোভিড টেস্ট হয়েছে।