শিবামোগ্গা: অপারেশন কাবেরির (Operation Kaveri) সৌজন্যে গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদান (Sudan) থেকে ভারতের (India) কর্নাটকে (Karnataka) নিজেদের বাড়িতে ফিরে স্বস্তি পেয়েছেন শিবামোগ্গার (Shivamogga) হাক্কি পিক্কি উপজাতির (Hakki Pikki tribe) মানুষরা। রবিবার দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে তাঁদের মধ্যে বেশ কয়েকজন মানুষের সঙ্গে শিবামোগ্গায় সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Prime Minister Narendra Modi interacted with members of the Hakki Pikki tribe, who were evacuated from Sudan under #OperationKaveri, in Shivamogga earlier today#Karnataka pic.twitter.com/SW8EOuLFTT
— ANI (@ANI) May 7, 2023
সেখানে বিভিন্ন কথাবার্তার মধ্যে সুদান থেকে দেশে ফিরতে পারার জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানালেন হাক্কি পিক্কি উপজাতির মানুষরা। প্রধানমন্ত্রীর মধ্যে ডবল নয় ট্রিপল ইঞ্জিনের ক্ষমতা আছে বলেও দাবি করলেন তাঁরা। সুদান থেকে নিরাপদে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার যে সময়াপোযোগী পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করলেন। সুদানে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করে কীভাবে বিপদের সময় ভারত সরকার ও সুদানে থাকা ভারতীয় দূতাবাস তাঁদের সাহায্য করে উল্লেখ করলেন সেই বিষয়েও।
এপ্রসঙ্গে তাঁরা বলেন, "আমাদের শরীরে একটা আঁচড় পড়তে দেয়নি সরকার। প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য এই অবাস্তব ঘটনা সম্ভব হয়েছে। আমরা মনে করে প্রধানমন্ত্রী ডবল নয় ট্রিপল ইঞ্জিনের শক্তি প্রদর্শন করেন।"
বিভিন্ন আলোচনার ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের বলেন, "গোটা পৃথিবীর যেকোনও জায়গায় যদি কোনও ভারতীয় অসুবিধার মধ্যে পড়েন তাহলে যতক্ষণ না সেই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ সরকার বিশ্রাম নেবে না।" আরও পড়ুন: Wrestlers Protest: হরিয়ানায় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ পাশে দাঁড়ালেন সাক্ষী মালিকদের, ব্রিজভূষণ কাণ্ডে নয়া মোড়
দেখুন ভিডিয়ো:
#WATCH | Shivamogga: Members of the Hakki Pikki tribe thank PM Narendra Modi for evacuating them from conflict-torn Sudan under Operation Kaveri.#Karnataka https://t.co/42yEhPl4Cv pic.twitter.com/5K0COSH9aD
— ANI (@ANI) May 7, 2023