Photo Credits: ANI

নয়াদিল্লি: যে কোনও দেশের উন্নতিতে তার সমাজের অগ্রগতির প্রতিফলনই দেখা যায় বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi)। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গুজরাটের (Gujarat) কাদোয়া পাতিদার সমাজের ১০০তম বর্ষপূর্তি (100th anniversary of Kadwa Patidar Samaj) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যে কোনও সমাজের (society) উন্নতির জন্য মহিলা (Women) ও যুব (Youth)  সম্প্রদায়ের অগ্রণী ভূমিকা থাকে বলেও দাবি করেন তিনি।

বক্তব্য রাখার সময় উল্লেখ করেন কাদওয়া পাতিদার সমাজের ১০০ বছর ধরে মানুষের সেবায় করা বিভিন্ন উদ্যোগের কথাও। এই সমাজের যুব সংগঠনের ৫০ তম ও মহিলা সংগঠনের ২৫ তম বর্ষপূর্তির বিষয়েও। জানান যে কোনও সমাজের সাফল্য ও উন্নতির পিছনে সেই সমাজের মহিলা ও যুবদের গুরুত্বের কথাও।

গুজরাট ও ভারতের সংস্কৃতি সবার সামনে তুলে ধরতে পাতিদার সমাজ ও শ্রী অখিল ভারতীয় কুচ কাদোয়া সমাজের (Shri Akhil Bhartiya Kutch Kadwa Samaj) অবদানের কথা উল্লেখ করে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁকে সনাতনী শতাব্দী মহোৎসব পরিবারের (Sanatani Shatabdi Mahotsav family) অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদও জানান। এই দুটি সমাজের মানুষকে ধন্যবাদ জানান কুচ বা কচ্ছে ভয়াবহ ভূমিকম্প হওয়ার পরেও তাকে ফের দেশের অন্যতম উন্নয়নশীল জেলা হিসেবে পরিগণিত করে তোলার জন্য।

এপ্রসঙ্গে নিজের বক্তব্য মোদি বলেন, "এমন একটা সময় ছিল যখন কুচ দেশের সবথেকে পিছিয়ে পড়া জেলার মধ্যে পরিগণিত হত। কিন্তু, এখন কয়েক বছরের প্রচেষ্টায় আমরা কুচকে ফের নতুন রূপে গড়ে তুলেছি। একসঙ্গে আমরা কুচের জলের সমস্যার সমাধান করে তাকে বিশ্বের সবথেকে বড় পর্যটন স্থলে পরিণত করেছি। আমি খুব গর্ব অনুভব করি যখন দেখি কুচ দেশের অন্যতম উন্নত জেলায় পরিণত হয়েছে।" আরও পড়ুন: Agra: উত্তরপ্রদেশের আগ্রায় গাড়ির ধাক্কায় মৃত ৩ শিশু, পথ অবরোধ স্থানীয়দের

দেখুন ভিডিয়ো: