নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের (US President Joe Biden) সঙ্গে টেলিফোনিক বার্তালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং প্রথম বার্তালাপেই মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডিকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়ে রাখলেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় বিষয় ছাড়াও দুই দেশের যৌথ প্রাধান্যের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দু-দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও জো বিডেনের সঙ্গে আলোচনা করেন নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে কাজ করার পাশাপাশি, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। আরও পড়ুন-Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ডে তুষারধস বিপর্যয়ে ২৬ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ বাংলার ৫ যুবক সহ ১৭১ জন
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে ফোনালাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে কথা হল, তাঁর কার্যকালের সাফল্য কামনা করেছি। আমাদের মধ্যে বিভিন্ন আঞ্চলিক বিষয় থেকে পরিবেশ রক্ষার মতো আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা হয়েছে। পাশাপাশি দুই দেশের প্রধানের মধ্যে আলোচনার কথা জানিয়েছে বিবৃতি প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকেও। জো বিডেন হোয়াইট হাউসের মসনদে বসেছেন প্রায় দু’সপ্তাহ আগে। ৪৬ তম প্রেসিডেন্টকে পর পর টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। লিখেছিলেন, ‘আমেরিকার সঙ্গে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ ভাবে কাজ করবে ভারত। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই দেশ’। তবে সরাসরি কথা হল এই প্রথম।
Spoke to @POTUS @JoeBiden and conveyed my best wishes for his success. We discussed regional issues and our shared priorities. We also agreed to further our co-operation against climate change.
— Narendra Modi (@narendramodi) February 8, 2021
President Biden spoke to PM Modi, committing that US & India will work closely together to win fight against COVID-19 pandemic, renew their partnership on climate change, rebuild the global economy in a way that benefits the people of both countries: White House, Washington DC pic.twitter.com/AovAFerupZ
— ANI (@ANI) February 8, 2021
মার্কিন মুলুকের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকে নজর ছিল আন্তর্জাতিক মহলের। কারণ, সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সখ্যতা পরিচিত ছিল সব মহলেই। মার্কিন মুলুকে যেমন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল ‘হাওডি মোদি’ নামক অনুষ্ঠানের, তেমনই ট্রাম্পের প্রতি সৌজন্য ফিরিয়ে দিতে ভারত সরকার আয়োজিত করেছিল ‘কেমছো ট্রাম্প’-র অনুষ্ঠান। তবে সেসব এখন অতীত। ট্রাম্প ক্ষমতাচ্যুত হয়েছেন, তার জায়গায় এসেছেন জো বিডেন। এখন দেখার বিডেনের সঙ্গে মোদির সখ্যতা ঠিক কোন পথে এগোয়।