Prime Minister Narendra Modi

নতুন দিল্লি, ২২ অক্টোবর: জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। ১০টা থেকে তিনি ভাষণ দেবেন বলে জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে। বৃহস্পতিবারই ১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করেছে ভারত। সেই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এক নজরে মোদীর বক্তব্য: 

  • আমি সবাইকে অনুরোধ করছি আসন্ন উৎসবগুলি অত্যন্ত সতর্কতা মেনে উদযাপন করার জন্য। যারা কোভিড টিকার প্রথম ডোজ এখনও নেননি, তাঁদের সবার প্রতি আমি আবেদন জানাচ্ছি যে টিকা নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। যাদের টিকা দেওয়া হয়েছে তাঁরা অন্যদের উৎসাহিত করুন।
  • যেখানেই আমরা দেখি সেখানে এখন শুধু আশাবাদ আছে, আজ সবাই 'মেড ইন ইন্ডিয়া' নিয়ে কথা বলছে।
  • ভারতের এবং বিদেশের বিশেষজ্ঞরা ভারতের অর্থনীতি সম্পর্কে খুবই ইতিবাচক কথা বলছেন। আজ, ভারতীয় কম্পানিগুলিতে শুধু রেকর্ড বিনিয়োগই আসছে না, বরং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
  • আমাদের এই বিষয়ে গর্ব করা উচিত যে ভারতের সম্পূর্ণ টিকা কার্যক্রম 'বিজ্ঞান-চালিত এবং বিজ্ঞান ভিত্তিক। এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে।
  • আমরা এটা নিশ্চিত করেছি যে ভিআইপি সংস্কৃতি যাতে আমাদের টিকাদান কর্মসূচিতে না পড়ে এবং প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হয়।
  • ভারতের টিকা অভিযান 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস' এর জীবন্ত উদাহরণ।
  • আমাদের টিকা কর্মসূচি নিয়ে আশঙ্কা ছিল। ভারত সম্পর্কে এটাও বলা হচ্ছিল যে এখানে কী ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে টিকাকরণ হবে।
  • ১০০ কোটি টিকা কেবল একটি সংখ্যা নয়, দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা
  • সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে।
  • ভারতের টিকাকরণের আলোচনা হচ্ছে অন্য দেশে।
  • যে দ্রুততায় টিকাকরণ হয়েছে তা সকলের নজর কেড়েছে।
  • করোনা কালে কর্তব্য পালন করেছে দেশ।
  • ১০০ কোটি টিকাকরণের সাফল্য পেয়েছে দেশ।
  • এটা গোটা দেশের সাফল্য, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
  • কঠিন লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করার ক্ষমতা রাখে এই দেশ।