নতুন দিল্লি, ২৩ মে: ফের ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। ৪ মেট্রো শহরে আবারও মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গেল দাম। দিল্লিতে (Delhi) প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৯৩.২১ টাকা, ডিজেলের দাম ৮৪.০৭ টাকা প্রতি লিটার। মুম্বইতে সেঞ্চুরি ছুঁইছুঁই পেট্রলের দাম। রবিবারের দাম অনুযায়ী, মুম্বইতে (Mumbai) পেট্রল প্রতি লিটারে ৯৯.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৯১.৩০টাকা। চেন্নাইতেও ঊর্ধ্বমুখী পেট্রলের দাম। প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৪.৮৬ টাকায় ও ডিজেল ৮৮.৮৭ টাকায়। কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রলের দাম ৯৩.২৭ টাকা, ডিজেলের দাম ৮৬.৯১ টাকা।
২ দিন পর ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। আজ আবার নতুন রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ১৬ পয়সা। লিটার প্রতি ২৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম।সবমিলিয়ে একপ্রকার নাভিশ্বাস মধ্যবিত্তের। একেই কোভিডকালে ব্যবসায় ক্ষতি, অফিসে কর্মী ছাঁটাই, বেতন ছাঁটাই। তারওপর তরতরিয়ে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম। দেশজুড়ে জায়গায় জায়গায় জারি রয়েছে লকডাউন। স্থানীয় পরিবহনের আকাল। পরিবহন থাকলেও যাত্রীর দেখা নেই। যে রাজ্যগুলিতে কম সংখ্যক যাত্রী নিয়ে গুটিকয়েক বাস চালাচ্ছেন মাথায় হাত মালিকদের। ভাড়া বাড়িয়েও লাভের মুখ দেখছেন না।
আরও পড়ুন, করোনা টিকা কোভ্যাক্সিন নিলে বাধা পড়তে পারে বিদেশ ভ্রমণে?
Price of petrol & diesel in Delhi at Rs 93.21 per litre and Rs 84.07 respectively
Petrol & diesel prices per litre - Rs 99.49 & Rs 91.30 in #Mumbai, Rs 94.86 & Rs 88.87 in #Chennai and Rs 93.27 & Rs 86.91 in #Kolkata pic.twitter.com/C3zQk0VnTL
— ANI (@ANI) May 23, 2021
ফের পেট্রল-ডিজেলের দাম বাড়ায় বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ফলে একপ্রকার মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা এবং পকেটে টান পড়া আবশ্যিক। এক, দু'দিন অন্তরেই বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। মাথায় হাত সাধারণ মানুষের।