President Ram Nath Kovind's Address to Nation: ''জম্মু-কাশ্মীর, লাদাখ নিয়ে সরকারের নয়া সিদ্ধান্ত উপকৃত হবেন সেখানকার বাসিন্দারা''
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Photo Credits: DD News)

নয়া দিল্লি, ১৪ অগাস্ট: ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। দেশবাসীকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। ভারত মায়ের (Mother India)-সন্তানদের কাছে স্বাধীনতা দিবসের দিনটা বিশেষ তাৎপর্যের বলে জানান রাষ্ট্রপতি। ''স্বাধীনতা সংগ্রামীরা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আর আমরা সবাই একসঙ্গে লড়াই করব দেশের উন্নয়নের জন্য।'' এমন কথাই বললেন রাষ্ট্রপতি।

অনেকেই আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্র সরকারের নয়া সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের জন্য অপেক্ষা করছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে রামনাথ কোবিন্দ আশাপ্রকাশ করেন, জম্মু-কাশ্মীর, লাদাখ নিয়ে কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তে সেখানকার মানুষ উপকৃত হবে। তিন তালাক বিলের জন্য ন্যায়বিচার পাবেন মহিলারা, এমন কথা জানালেন রামনাথ কোবিন্দ। আরও পড়ুন-Article 370 move: কাশ্মীরের জের, স্বাধীনতা দিবসে ওয়াঘা সীমান্তে মিষ্টান্ন বিনিময় করল না ভারত-পাক সেনা

দেশের গরীব,পিছিয়ে পড়া মানুষদের জন্য সরকার যে সব প্রকল্প চালু করেছে, তা সমাজে দারুণভাবে কাজে দেবে বলে জানা রাষ্ট্রপতি। দেশের সব মানুষের ঘরে যাতে শৌচালয় তৈরি হয়, প্রত্যেকে যাতে পানীয় জল পায় ও বিদ্যুৎ পায়, তারই ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। সে কথা জানান রামনাথ কোবিন্দ।

চলতি বছর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী। আগামী ২ অক্টোবর গান্ধীজির ১৫০ তম জন্মজয়ন্তী নিয়ে রাষ্ট্রপতি বলেন, ''মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমান গুরুত্বপূর্ণ। গান্ধীজি জানতেন আজকের দিনে কোন সমস্যার মুখোমুখি হতে হবে।"শিখ গুরু গুরুনানকের ৫৫০ তম জন্মবর্ষের কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি।