আটারি ওয়াঘা সীমান্ত(Photo Credit: ANI Twitter)

ওয়াঘা, ১৪ আগস্ট: ভারতের ৩৭০-এর গেরোয় এখনও তেলে বেগুনে জ্বলছে প্রতিবেশী পাকিস্তান। তাই ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পুরনো রীতি মেনে ওটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করল না দুই দেশের সেনা। এক কথায় কাশ্মীরের ছায়া পড়ল ওয়াঘাতে। আগামী কাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করবে পাকিস্তান। রীতিমতো ঘোষণা করে তা জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। এরপরেই ১৪ আগস্টে পাকিস্তানের স্বাধীনতা দিবসে (Pakistan Independence day) মিষ্টান্ন বিনিময়ের সৌজন্যকে ব্রাত্যই রাখলেন ওয়াঘা সীমান্তে মোতায়েন দুই দেশের সৈনিকরা। আরও পড়ুন-Article 370: জম্মুকে জীবনে ফেরাতে কার্ফুউ সহ উঠল সব বিধিনিষেধ, তবে অবিরুদ্ধই থাকছে কাশ্মীর

কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলুপ্তির প্রশ্নে উত্তাল পাকিস্তান (Pakistan)। ভারত যতবার বিষয়টিকে অভ্যন্তরীণ হিসেবে প্রজেক্ট করুক না কেন ইসলামাবাদ তা মানতে নারাজ। বরং কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আবেদনও জানিয়েছে পাকিস্তান। কাশ্মীরিদের আত্ম নিয়ন্ত্রণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থনও করেছে পাকিস্তান। ভারতকে পর্যুদস্ত করতে বিদেশি রাষ্ট্রের সহযোগিতা প্রার্থনা করলেও এক্ষেত্রে ইমরান খানের (Imran Khan)সরকারকে ব্যর্থই বলা যায়। তারপরেই পাক প্রধানমন্ত্রী একে একে ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি, বাণিজ্য বন্ধ করে দেন। এমনকী দুই দেশের মধ্যে চলাচল করা থর এক্সপ্রেস ও সমঝোতা এক্সপ্রেসও বন্ধ হয়ে গিয়েছে।

আজকের দিনে অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান স্বাধীনতা দিবস উদযাপন করবেন। সেই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো (Bilawal Bhutto Zardari) ও বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi)। ভারত কথা শোনেনি, কাশ্মীরের স্পেশ্যাল স্টেটাস তুলে দিয়েছে, রাগে প্রতিহিংসায় জ্বলছে পাকিস্তান। শোনা যাচ্ছে, ভারতীয় ভুখণ্ডে হামলা চালানোর জন্য ছক কষছে পাকিস্তান। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গিকে সেই কাজের বরাত দেওয়া হয়েছে। জঙ্গির দলটি পাক অধিকৃত কাশ্মীরের সীমানায় ঘাঁটি গেড়েছে। সুযোগ বুঝে জম্মু কাশ্মীরে ঢুকে পড়বে।