প্রয়াত ইসরোর প্রাক্তন প্রধান ডঃ কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন (Krishnaswami Kasturirangan)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। শুক্রবার বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কৃষ্ণস্বামী। এদিন সকালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর সামনে আসতেই দুই ছেলে ও তাঁর পরিবারের বাকি সদস্যরা কৃষ্ণস্বামীর বাড়িতে উপস্থিত হন। জানা যাচ্ছে, আগামী ২৭ এপ্রিল শেষকৃত্য হবে তাঁর। ততদিন পর্যন্ত রামান রিসার্চ ইনস্টিটিউট (RRI)-তে শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে মরদেহ।
ডঃ কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনের কর্মজীবন
কৃষ্ণস্বামী ১৯৯৪ থেকে ২০০৩ পর্যন্ত ইসরোর প্রধান ছিলেন। তিনি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের প্রকল্পের দায়িত্বে ছিলেন। যা পরবর্তীকালে মেরুকক্ষপথে উপগ্রহ উৎক্ষেপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০০৩ সালের অবসরগ্রহণের পর মৃত্যুর আগে পর্যন্ত রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার পদে নিযুক্ত ছিলেন।
দেখুন ট্যুইট
"Saddened to learn that Dr. Krishnaswamy Kasturirangan is no more. As head of ISRO, he played a stellar role in the evolution of India’s space programme. With his passion for knowledge, he also contributed greatly in diverse fields. He helped draft the National Education Policy,… pic.twitter.com/d3Gd5kJfUu
— Press Trust of India (@PTI_News) April 25, 2025
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আচমকাই ডঃ কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনের মৃত্যুর খবর পেয়ে আমি মর্মাহত হয়েছি। ভারতীয় মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়েছে তাঁর যুগান্তকারী পদক্ষেপগুলি। জ্ঞানের প্রতি তাঁর আগ্রহ থাকার কারণে তিনি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষ্ণস্বামী জাতীয় শিক্ষানীতির খসড়া তৈরিতে অবদান রয়েছে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল”।