Photo Credits: PTI

গর্ভবস্থা কারোর জামিনের আবেদনের ক্ষেত্রে কোন কারন হতে পারে। পাঞ্জাব হাইকোর্টে একটি মামলায় এক অভিযুক্তের দায়ের করা জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এমনটাই জানাল পাঞ্জাব হাইকোর্ট।

এনডিপিএস ধারায় নিষিদ্ধ ড্রাগ নিয়ে যাওযার অভিযোগ গ্রেফতার করা হয় জম্মু-কাশ্মীরের দুই যুবককে। তাদের বিরুদ্ধে অভিযোগ,কাশ্মীর থেকে দিল্লিতে ফলের গাড়ি মান্ডিতে পাঠাবার পর সেখান থেকে বেশ কিছু ড্রাগ কাশ্মীরে নিয়ে আসার চেষ্টা করছিল তারা। গাড়িতে তল্লাশি চালানোর পর ড্রাগ খুঁজে পায় পুলিশ। ঘটনায় দুই জনের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ।

তবে সম্প্রতি স্ত্রীর গর্ভবস্থার কারন দেখিয়ে জামিনের আবেদন করে এক অভিযুক্ত। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের জামিন খারিজ করে দেয় আদালত। আদালত জানায়, যে মামলায় অভিযুক্তের নামে এফআইআর দায়ের হয়েছে সেই মামলায় অভিযুক্তকে জামিন দেওয়া সম্ভব নয়। এছাড়া অভিযুক্ত অন্য রাজ্যের হওয়ার ফলে বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সম্ভাবনা প্রবল।  এর পাশাপাশি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে স্ত্রীর গর্ভবস্থা কারোর জামিনের ক্ষেত্রে কারন হতে পারে না বলেও রায় দেন আদালত এছাড়া এটা এমন কোন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নয় যেখানে রোগীকে দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকতে হবে। ধৃতদের কাছ থেকে ২০ বোতল কোডাইন ফসফেট সিরাপ উদ্ধার করে পুলিশ।

যদিও অভিযুক্তদের আইনজীবীর পক্ষ থেকে এই ঘটনায় তাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়।