ইয়েস ব্যাংকের লোগো (Photo Credit: Wikipedia)

মুম্বই, ৯ মার্চ:  ইয়েস ব্যাংকের (YES Bank) গ্রাহকরা ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না। আরবিআই-এর এই নিয়ম উঠতে চলেছে চলতি সপ্তাহের শেষেই। সোমবার এই আশার কথা শোনালেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার। তিনি বলেন, ইয়েস ব্যাংক থেকে ৫০ হাজারের বেশি টাকা তোলায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এক সপ্তাহের মধ্যে। তাঁর কথায়, “আমি ইয়েস ব্যাংকের গ্রাহকদের বলতে চাই, একবার যদি এসবিআই দায়িত্ব নেয়, তাহলে টাকা নিয়ে চিন্তা করতে হবে না।” একইসঙ্গে তিনি জানান, ইয়েস ব্যাংকেরর ব্যাপারে আরবিআই, স্টেট ব্যাংক অথবা সরকার একা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের যৌথভাবে কাজ করতে হবে। এসবিআই এখন আরবিআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

ইয়েস ব্যাংককে চাঙ্গা করতে হলে সেখানে ২০ থেকে ২২ হাজার কোটি টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে। আপাতত অনেক বিনিয়োগকারী আগ্রহ দেখাচ্ছেন। দেশের আর্থিক ব্যবস্থার ভালর জন্যই ইয়েস ব্যাংকের চাঙ্গা হয়ে ওঠা জরুরি। এদিকে রবিবারই গ্রেপ্তার হয়েছেন ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুর। ৬২ বছরের রানা কাপুরকে রবিবার আদালতে হাজির করানো হলে তিনি ভেঙে পড়েন। ইডির আইনজীবী সুনীল গনজালভেস বলেন, ইয়েস ব্যাংকে মোট ৪৩০০ কোটি টাকার কেলেংকারি হয়েছে। এব্যাপারে রানা কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তিনি সহযোগিতা করেননি। আরও পড়ুন-Mukul Wasnik Married Raveena Khurana: ৬০ বছর বয়সে গাঁটছড়া, বিয়ে করলেন এই কংগ্রেস নেতা

আপাতত ইয়েস ব্যাংককে নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে রিজার্ভ ব্যাংক। ইয়েস ব্যাংককে চাঙ্গা করে তোলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওই বেসরকারি ব্যাংকে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক। যদিও রজনীশ কুমার এদিন বলেন, ইয়েস ব্যাংকে বিনিয়োগ করার কোনও নির্দেশ রিজার্ভ ব্যাংক তাঁদের দেয়নি।