পাটনা, ২৯ জানুয়ারি: দলবিরোধী কার্যকলাপের কারণে প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড (JDU)। এর সঙ্গে দলের আরও এক হেভিওয়েট নেতা পবন কুমার ভার্মাকেও (Pavan Kumar Varma) বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিএএ-এনআরসি নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে মতবিরোধ হয়। যদিও তা মেটার বদলে ক্রমেই বেড়ে চলে। আজ শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করলেন নীতীশ কুমার। ২০১৮ সাল থেকে জেডিইউ-র সহ সভাপতি পদে ছিলেন প্রশান্ত।
বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে প্রশান্ত কিশোর টুইট করেন। তাতে তিনি লেখেন,"আপনাকে ধন্যবাদ নীতীশ কুমারজি। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার জন্য আমার শুভেচ্ছা রইল। ভগবান আপনার মঙ্গল করুন।" গতকাল নীতীশ কুমার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোরের বিষয়ে বলেন, তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের সুপারিশে তিনি কিশোরকে দলে নিয়েছিলেন। নীতীশের এই দাবি সামনে আসতেই পাল্টা টুইট করেন পিকে। তিনি লেখেন, "নীতীশ কুমার কীভাবে এবং কেন আপনি আমাকে জেডিইউতে যোগ দেওয়া করেছিলেন। এ সম্পর্কে এতটা মিথ্যা কথা বলতে আপনার কেন প্রয়োজন হল। কী ক্ষতি হল। আপনি খুব কাঁচা চাল দিয়ে ফেলেছেন। এটা আপনার পক্ষে খারাপ চেষ্টা।" আরও পড়ুন: JK Singh Jaiki: 'রাজনীতিকদের শিক্ষিত হওয়ার দরকার নেই', মন্তব্য করলেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী জে কে সিং জাইকি
প্রকাশ্যে নীতীশ-পিকে মতবিরোধ প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়ে দল। নীতীশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিকে। সিএএ বিরোধিতা করায় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, নীতীশ সংবিধানবিরোধী পদক্ষেপ করছেন। সে সময় নীতীশ ঢোঁক গিললেও, এবারে একে বারে দল থেকে পিকে-কে ছেঁটে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী।