Prashant Kishor Voter ID Row: বিহারের তার গ্রামের বাড়ি কারগাহার, আবার তার একসময়ের কর্মক্ষেত্র কলকাতার কালীঘাট। দু'জায়গাতেই তিনি ভোটার (Dual Voter ID) নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিভ্রান্তির আরও একটা বড় উদাহরণ এদিন সামনে এসেছে। ভোটকৌশলী থেকে নিজের রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নামা প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে। এই নিয়ে প্রশান্তকে শো কজের নোটিশ দিয়ে নির্বাচন কমিশন। এমন বিতর্কের পর মুখ খুললেন জনসূরজ পার্টির প্রধান। মঙ্গলবার প্রচারের ফাঁকে এই বিষয়ে প্রশ্নের মাঝে প্রশান্ত কিশোর জানালেন, "আমি ২০১৯ সাল থেকে আমার গ্রাম কোনারের নিবন্ধিত ভোটার। তবে দুই বছর কলকাতায় ছিলাম, তাই সেখানেও স্বাভাবিকভাবেই রেকর্ড আছে। নির্বাচন কমিশন দাবি করছে তারা পুরো ভোটার তালিকা যাচাই করেছে, অথচ আমার নাম কোনার গ্রামের কারঘর বিধানসভা এলাকার তালিকায় রয়েছে। চাইলে সবাই নিজে ডাউনলোড করে দেখে নিতে পারেন।"
ভয় দেখানোর জন্যই নোটিস, দাবি প্রশান্তের
প্রশান্ত এরপর ক্ষোভ প্রকাশ করে বলেন,"ওরা আমাকে ভয় দেখানোর জন্যই নোটিস পাঠিয়েছে। যদি সত্যিই কোনো অন্যায় করে থাকি, তাহলে গ্রেফতার করুক এবং প্রমাণ দিক।" জনসূরয পার্টির দাবি. বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রে নাম নথিভুক্ত করার পর তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যে ভোটার তালিকায় থাকা নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
দেখুন এই বিতর্কে কী বললেন প্রশান্ত কিশোর
VIDEO | When asked about the dual voter ID row, Jan Suraaj Party leader Prashant Kishor said, “The Election Commission’s SIR drive could not intimidate the people of Bihar, their attempts to delete voters’ names have failed...I have been a registered voter of my village, Konar,… pic.twitter.com/0hHX2T8E6K
— Press Trust of India (@PTI_News) October 28, 2025
কলকাতায় প্রশান্তের ঠিকানা ১২১, কালীঘাট রোড
সংবাদমাধ্যমে প্রকাশ, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে ১২১, কালীঘাট রোড। যেটা আসলে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। প্রশান্ত কিশোর যে দলের হয়ে ভোট বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেন। কলকাতায় প্রশান্ত কিশোরের ভোটকেন্দ্র হিসেবে লেখা রয়েছে রানি শঙ্করী লেনে অবস্থিত 'সেন্ট হেলেন স্কুল'। পাশাপাশি বিহারের রোহতাস জেলায় সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে তাঁর নাম রয়েছে। এখানে তাঁর ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়।
কমিশনকে নিয়ে তোলা রাহুল গান্ধীর অভিযোগটা অনেকটা এই বিষয়েই ছিল
মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফল, ও ভোটার তালিকায় গরমিল নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঠিকই একই অভিযোগ করেছিলেন। কী করে এমনটা হয় তা নিয়ে এখনও সেভাবে পরিষ্কার কিছু বলেনি নির্বাচন কমিশন।