Prashant Kishor: বিহার বিধানসভা নির্বাচনে বিস্ফোরক অভিযোগ তুললেন জন সূরজ পার্টির প্রধান তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর। Jan Suraaj Party-র প্রধান পিকে (PK)-র অভিযোগ তাদের দলের নেতা, কর্মী, প্রার্থীদের নানাভাবে চাপ দিয়ে বিজেপি ভোটে জেতার কৌশল করছে। প্রসঙ্গত, বিহার বিধানসভায় জন সূরজ পার্টির তিনজন প্রার্থী: গোপালগঞ্জ সদরের শশী শেখর সিনহা, দানাপুরের অখিলেশ কুমার ও ব্রহ্মপুরের সত্যপ্রকাশ তিওয়ারি দলের টিকিট পেলেও পরে সরে দাঁড়ান। তার মধ্যে অখিলেশ কুমার প্রার্থীপদ জমা দেওয়ার শেষদিনে উধাও হয়ে যান, পরে জানা যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে ছিলেন। শশী শেখর সিনহা তিনদিন ভোটপ্রচারের পরে সরে দাঁড়ান। আর সত্যপ্রকাশ তিওয়ারি মনোনয়ন জমা দেওয়ার পর, পরে প্রার্থীপদ প্রত্যাহার করেন।
বিস্ফোরক অভিযোগ প্রশান্ত কিশোরের
পটনায় এক সাংবাদিক বৈঠকে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেন,"ভোটারদের ভয় দেখানো বা প্রলোভন দেওয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি আছে, কিন্তু বিরোধী দলের নেতাদের ভয় দেখানো বা ‘বন্দি করে রাখা’র বিরুদ্ধে কোনও নিয়ম নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহার নির্বাচনের বিজেপি ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান, আমাদের দলের এক প্রার্থীকে ঠিক এভাবেই ভয় দেখিয়েছেন ও চাপ দিয়েছেন। আপনার আর কীই বা করার থাকে, যদি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে দেখা করতে ডাকেন, আর পরে আপনাকে তাঁদের নেতাদের ঘেরাটোপে ফেলে দেন? আমরা এই ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব," বলেন প্রশান্ত কিশোর।
অর্থবলে বিহারে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি, দাবি পিকের
প্রশান্ত কিশোরের দাবি, তার দলের এই তিনজন প্রার্থী বিজেপির চাপেই প্রার্থীপদ প্রত্যাহার করেছে। প্রশান্ত কিশোরের অভিযোগ, বিজেপি নেতৃত্বের 'চাপ, হুমকি এবং প্রলোভন'-এর কারণে এই প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন।
দেখুন কী অভিযোগ প্রশান্ত কিশোরের
VIDEO | Patna: Addressing a press conference, Jan Suraaj Party founder Prashant Kishor says, "There is a model code of conduct for threatening and luring voters, but not for threatening and keeping opposition leaders as 'hostages'. Union Home Minister Amit Shah and the Bihar BJP… pic.twitter.com/NfcJaTKLBJ
— Press Trust of India (@PTI_News) October 21, 2025
বিহারে এখনও পর্যন্ত ১১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর
বিজেপির বিরুদ্ধে অর্থবল ব্যবহারেরও অভিযোগ তুলছেন পিকে। প্রসঙ্গত, বিহারের ২৪৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে জন সূরষ পার্টি। এখনও পর্যন্ত দুই দফায় ১১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন পিকে। তবে তিনটি কেন্দ্রে প্রশান্ত কিশোরের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে দলকে অস্বস্তিতে ফেলেছেন। প্রশান্ত কিশোর নিজে ভোটে না লড়াই জন সূরজ পার্টিকে নিয়ে আশা কমছে।