রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখার্জির (Picture Source: ANI)

নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: গান স্যালুটে (Gun Salute) শেষ বিদায় (Last Rites) জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee)। দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতির। পিপিই পরে আচারবিধি পালন করেন প্রণব-পুত্র অভিজিৎ মুখার্জি। তাঁর অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

সমগ্র দেশ আজ চিরবিদায় জানাচ্ছে তাঁদের প্রাক্তন রাষ্ট্রপতিকে। তাঁর বাসভবনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি শেষশ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষও। সোমবার প্রাক্তন রাষ্ট্রপ্রতির প্রয়াণে দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। ৮৪ বছর বয়সে রাজধানীর আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অমৃতলোকে যাত্রা করলেন প্রণববাবু। আরও পড়ুন, মঙ্গলবার বেলা দুটোয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য, রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে

সকাল ৯টা বেজে ১৫ মিনিট থেকে বেলা ১০টা বেজে ১৫ মিনিট পর্যন্ত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানান সরকারি বিশিষ্টজনেরা। সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানান সাধারণ জনগণ। প্রাক্তন রাষ্ট্রপতি মাথায় আঘাত নিয়ে গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হন। তারপরেই জানা যায় কোভিডে আক্রান্ত তিনি। রাজাজি মার্গের বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমা বেঁধে গিয়েছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ আগস্ট অস্ত্রোপচারের পর প্রণববাবুর আর জ্ঞান ফেরেনি। বরং গভীর কোমায় চলে যান তিনি। টানা ২১ দিন ভেন্টিলেশন সাপোর্টে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে গিয়েছেন।