নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির (Pranab Mukherjee) শেষকৃত্য সম্পন্ন হবে রাজধানীতেই। দিল্লির লোধী রোডের শ্মশানেই মঙ্গলবার বেলা দুটোর সময় পঞ্চভূতে বিলীন হয়ে যাবে কীর্ণাহারের ভূমিপুত্রের নশ্বর দেহ। প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের তরফে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভববনের শীর্ষে ওড়া জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার প্রাক্তন রাষ্ট্রপ্রতির প্রয়াণে দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। ৮৪ বছর বয়সে রাজধানীর আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অমৃতলোকে যাত্রা করলেন প্রণববাবু। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুসারে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর সময়সীমা হল: আরও পড়ুন-Pranab Mukherjee Funeral: প্রণব মুখার্জির প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হবে, রাজ্যের সরকারি ও সরকারি অধীনস্ত অফিস মঙ্গলবার বন্ধ; শেষকৃত্য হবে দিল্লিতেই
সকাল ৯টা বেজে ১৫ মিনিট থেকে বেলা ১০টা বেজে ১৫ মিনিট পর্যন্ত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানাবেন সরকারি বিশিষ্টজনেরা। সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানাতে পারবে সাধারণ জনগণ। প্রাক্তন রাষ্ট্রপতি মাথায় আঘাত নিয়ে গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হন। তারপরেই জানা যায় কোভিডে আক্রান্ত তিনি। রাজাজি মার্গের বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমা বেঁধে গিয়েছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ আগস্ট অস্ত্রোপচারের পর প্রণববাবুর আর জ্ঞান ফেরেনি। বরং গভীর কোমায় চলে যান তিনি। টানা ২১ দিন ভেন্টিলেশন সাপোর্টে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে গিয়েছেন। প্রণব মুখার্জি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। পাঁচ দশকের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে ছিলেন। এই মহান রাজনীতিকের মৃত্যুতে শোক প্রস্তাব ও শ্রদ্ধা জ্ঞাপন চলছে ক্রমাগত।
রাষ্ট্রপতি ভবন ও সংসদে জাতীয় পতাকা অর্ধনমিত
Delhi: Flags at Rashtrapati Bhavan and Parliament fly at half-mast as 7-day State mourning is being observed in the country following the demise of former President #PranabMukherjee. pic.twitter.com/S9iCZciIVK
— ANI (@ANI) September 1, 2020
কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হবে। নিয়ম অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হলে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সেই মতো সোমবার ৩১ আগস্ট থেকেই শুরু হবে সেই সাত দিন। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ভারতের যেখানে যেখানে সরকারি ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় সর্বত্রই ত্রিবর্ণ পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।