মুম্বই, ৩০জানুয়ারি: নীতীশ কুমার বিদায়ের ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াল বিজেপি বিরোধী 'INDIA'জোট। মহারাষ্ট্রের দল 'বঞ্চিত বহুজন আগাড়়ি'বা VBA ইন্ডিয়া জোটে যোগ দিল। আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা (উদ্ভব ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-এর মহারাষ্ট্র বিকাশ আগাড়ি-তে ঢুকল বঞ্চিত বহুজন আগাড়ি। ভারতীয় সংবিধানের জনক বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর-এর দল হল 'বঞ্চিত বহুজন আগাড়ি'। প্রকাশ আম্বেদকর দু বার সাংসদ ছিলেন। তবে নিজের আকোলা কেন্দ্র থেকে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগির কারণে কিছুতেই জিততেই পারছেন না তিনি।
গত পাঁচটা লোকসভা নির্বাচনে প্রকাশ আম্বেদকরকে হারিয়ে সাংসদ হয়েছেন বিজেপির সঞ্জয় ধোতরে। এবার এই আসনে জিততে কংগ্রেস-শিবসেনা (উদ্ভব ঠাকরে),এনসিপি (শরদ পাওয়ার)-র সঙ্গে জোটে গেলেন আম্বেদকর।
দেখুন খবরটি
Big breaking:
Prakash Ambedkar (VBA) has joined INDIA alliance in Maharashtra
It will contest Loksabha 2024 under the flag of MVA, good addition 🔥
— Amock (@Politics_2022_) January 30, 2024
মহারাষ্ট্রে অন্তত ১০টি লোকসভা কেন্দ্রে বহুজন বঞ্চিত পার্টির প্রভাব রয়েছে। গতবার বঞ্চিত বহুজন আগাড়ি-কে বেশ ভাল ভোট পাওয়ায়, বিরোধী ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে বিজেপি তিনটি আসনে জিতে গিয়েছিল। এবার বিরোধীদের ভোট ভাগাভাগি রুখতে কংগ্রেসের উদ্যোগে জোটে এলেন ভিবিএ।