বিজয়ওয়াড়া, ৩১ জুলাই: ২ অগাস্ট ভারতের জাতীয় পতাকার ডিজাইনার (Designer Of National Flag) পিঙ্গালি ভেঙ্কাইয়াকে (Pingali Venkayya) স্মরণ করে একটি বিশেষ স্মারক ডাকটিকিট (Postage Stamp) প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ওই ডাকটিকিট প্রকাশ করবেন। রবিবার কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে পিঙ্গালির ডিজাইন করা আসল পতাকাটি অনুষ্ঠানে প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সরকার ওই অনুষ্ঠানের জন্য পিঙ্গালির পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে। তাঁদের সম্মান জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পিঙ্গালির পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবে প্রধানমন্ত্রী।
১৯৭৬ সালের ২ অগাস্ট মাছলিপত্তনমের কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি জাতীয় পতাকার অনেক মডেল ডিজাইন করেছিলেন। ১৯২১ সালে মহাত্মা গান্ধী বিজয়ওয়াড়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় একটি ডিজাইন অনুমোদন করেন। কিষাণ রেড্ডি উল্লেখ করেছেন যে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদানের দাবি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও পড়ুন: Sanjay Raut: টানা জেরার পর সঞ্জয় রাউতকে আটক ইডি-র, দেশের আরও এক বড় বিরোধী নেতাকে ধরা নিয়ে প্রশ্ন
কিষাণ রেড্ডি জানিয়েছেন যে এই অনুষ্ঠানটি এমন এক সময়ে আয়োজিত হবে, যখন ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। কেন্দ্রীয় সরকার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' অভিযানের আয়োজন করছে। ৩ অগাস্ট দিল্লিতে তিরঙ্গা যাত্রা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার, বেসরকারি সংস্থা এবং সমস্ত রাজনৈতিক দলগুলিকে ৯ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত প্রতিটি গ্রাম, শহর এবং প্রতিটি রাস্তায় প্রভাত ফেরির আয়োজন করতে বলা হয়েছে। তিনি বলেন, যেহেতু ভারত ভাগের সময় ১৪ অগাস্ট একটি বড় আকারের গণহত্যা সংঘটিত হয়েছিল, সেহেতু সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। মোমবাতি মিছিলও বের করা হবে।