Jamia Millia Islamia Student Holds Anti-CAA Placards At Her Wedding: বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া হয়নি, ছাদনাতলাতেই প্ল্যাকার্ড রেখে প্রতিবাদ জামিয়ার ছাত্রীর

বিয়ের মাত্র দুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। শেষপর্যন্ত বাড়ির লোকজনকেই নিজের মনের কথা জানান আমিনা। স্পষ্ট বলেন, তিনি এই ঘটনার প্রতিবাদ করতে চান। নিজে যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই কাজ করতে পারেননি। তখন তাঁর বিয়ের মঞ্চই হবে প্রতিবাদের মাধ্যম। বাপের বাড়ির লোকজন মেয়ের ইচ্ছেতে সম্মতি দেন। তবে হবু শ্বশুরবাড়ির লোকজনের মতামত ছাড়া যে এই ধরনের একটা প্রতিবাদ কর্মসূচি নেওয়া সম্ভব নয় তা জানতেন আমিনার অভিভাবকরা। তাঁরা নতুন আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সেই পক্ষ থেকেই আমিনার ইচ্ছেকে স্বাগত জানানো হলে।

প্রতিবাদের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৪ ডিসেম্বরসংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের জ্বলছে গোটা দেশ। অসম থেকে ত্রিপুরা। পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ। কর্ণাটক থেকে কেরালা এমনকী, রাজধানী দিল্লিতেও চলছে প্রতিবাদের ঝড়। বিক্ষোভকারীদের সামাল দিতে গিয়ে চলেছে পুলিশের গুলি, ইতিমধ্যেই ১২জন বিক্ষুব্ধের মৃত্যু হয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamia Millia Islamia) ঢুকে ছাত্রদের উপরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই ঘটনায় প্রচুর ছাত্র গুরুতর জখম হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সারা দেশ জ্বলছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন। এদিকে বিয়ে থাকায় এনআরসি (NRC) ও সিএএ (CAA) বিরোধী বিক্ষোভে অংশ নিতে পারেননি জামিয়ার পোস্টগ্রাজুয়েট ছাত্রী আমিনা জাকিয়া (Amina Zakiah)।

কিন্তু এমন একটা বৃহৎ আন্দোলনে অংশ নিতে না পারার জন্যে মনে শান্তি পাচ্ছিলেন না। বিয়ের মাত্র দুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। শেষপর্যন্ত বাড়ির লোকজনকেই নিজের মনের কথা জানান আমিনা। স্পষ্ট বলেন, তিনি এই ঘটনার প্রতিবাদ করতে চান। নিজে যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই কাজ করতে পারেননি। তখন তাঁর বিয়ের মঞ্চই হবে প্রতিবাদের মাধ্যম। বাপের বাড়ির লোকজন মেয়ের ইচ্ছেতে সম্মতি দেন। তবে হবু শ্বশুরবাড়ির লোকজনের মতামত ছাড়া যে এই ধরনের একটা প্রতিবাদ কর্মসূচি নেওয়া সম্ভব নয় তা জানতেন আমিনার অভিভাবকরা। তাঁরা নতুন আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সেই পক্ষ থেকেই আমিনার ইচ্ছেকে স্বাগত জানানো হলে। ছাদনাতলাতেই সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী পোস্টার ও এনআরসি বিরোধী প্ল্যাকার্ড রাখা হয়। আরও পড়ুন-Hyderabad Police: বর্ষবরণের পার্টিতে যুগলে অনুমোদন, একক পুরুষ বা মহিলার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হায়দরাবাদ পুলিশের

আমিনা দিল্লির আবুল ফজল এনক্লেভের (Abul Fazl Enclave) বাসিন্দা। তাঁর বিয়ের দিনে প্ল্যাকার্ডে ভরে গিয়েছিল গোটা এনক্লেভ। সঙ্গে ছিল বৈপ্লবিক কবি (revolutionary poet) ফয়েজ আহমেদ ফয়েজ (Faiz Ahmad Faiz) ও হাবিব জলিলের (Habib Jalil) পোস্টার



@endif